Lefunga Ganja News : ত্রিপুরা রাজ্য কে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এক্ষেত্রে পুলিশ প্রশাসন কে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তাই যখন যেদিকেই নেশা বাণিজ্যের খবর মিলছে পুলিশ ঝাপিয়ে পরছে। বিশেষ করে এক্ষেত্রে গাঁজা চাষিদের মাথায় হাত পরেছে। কারণ সব চাইতে বেশি পুলিশের হানাদারি চলছে এই গাঁজা বাগান গুলিতেই।
একই ভাবে লেফুঙ্গা থানার পুলিশ ও ধারাবাহিক ভাবে গাঁজা বিরোধী অভিযান প্রায়শই চালিয়ে যাচ্ছে। যাতে ব্যাপক সাফল্য ও মিলছে। এমনি আরও এক খবরের ভিত্তিতে বুধবার সকাল সকাল লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস এর নেতৃত্বে থানাধীন দিঘালিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন ওসি সহ থানার মহিলা, পুরুষ পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা।
এদিনের অভিযানে বৃহৎ পড়িসরের সরকারি খাস জমিতে গড়ে উঠা বিশালকায় গাঁজা বাগানে নিধন যজ্ঞ চালায় পুলিশ ও টিএসআর। আর তাতেই প্রায় ৬৫০০ গাঁজা গাছ এক যোগে কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত গাছগুলি সরকারি খাস জমিতে অবৈধভাবে চাষ করা হচ্ছিল। যদিও এদিনের এই অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। তবে এই চক্রের সাথে জড়িতদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। গাঁজার বানিজ্যে এভাবেই আগামী দিনেও থাবা বসাবে পুলিশ এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু গাঁজা নয়, যে কোনো ধরনের নেশা অবৈধ নেশা বাণিজ্যের হদিশ পেলে এভাবেই ঝাপিয়ে পরবে পুলিশ এমনটাই জানানো হয়েছে।
বলা বাহুল্য, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে এভাবেই ধারাবাহিক ভাবে গাঁজা বিরোধী অভিযান চালানো হচ্ছে। যাতে ব্যাপক সাফল্য মিলছে। সাম্প্রতিক এমন লক্ষাধিক গাঁজা বাগান নিধনের খবর উঠে এসেছে। যাতে বোঝা যাচ্ছে , যারা দীর্ঘ কাল যাবত গাঁজা চাষ কে রুজি রুটির মাধ্যম হিসেবে লালন পালন করছিলেন তাদের পেটে লাথি পরেছে। অতি দ্রুত এই ব্যবসা বন্ধ না করলে আগামী দিনে নাওয়া খাওয়া ভুলে যেতে হবে বহু মানুষ কে তা বলার অপেক্ষা রাখে না।



