Khowai News : নেশার রমরমা বানিজ্য চলছে রাজ্যের সর্বত্র। কোথাও ড্রাগস বানিজ্য, কোথাও বিলেতি মদ, কোথাও বা গাঁজা বানিজ্য আবার প্রত্যন্ত অঞ্চলে চলছে দেশীয় মদ তৈরি ও বিক্রি করে বানিজ্য। আর এই সব কিছুই আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।
একই ভাবে খোয়াই থানার পুলিশ ও নেশা বিরোধী অভিযানে নেমে দিকে দিকে বহু নেশা ব্যবসায়ী দের আটক করতে সফল হচ্ছে। তারই মধ্যে অন্যতম একটি ঘটনা ঘটেছে শুক্রবার খোয়াই পাইজা বাড়ি এলাকায়।
গোপন সূত্রের মারফতে দীর্ঘ দিন ধরেই পুলিশের কাছে খবর ছিল যে খোয়াই পাইজা বাড়ি এলাকায় এক ব্যক্তি গোপনে মাদক ব্যবসা চালাচ্ছে। সেই অনুযায়ী শুক্রবার ভোর রাত থেকেই সাদা পোশাক এবং খোয়াই আউটপোস্টের পুলিশ উত পেতে বসে থাকে ঐ এলাকায়।
অতঃপর এদিন সকালে তাদের যৌথ অভিযানে এক দেশীয় মদ বিক্রেতা কে আটক করা সম্ভব হয়। যার কাছ থেকে ১২ টি বোতলে প্রায় ২৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা গেছে। জানা যায় সে পাইজা বাড়ি এলাকা থেকে এসে খোয়াই শহরে বিভিন্ন জায়গায় দেশীয় মদ বিক্রি করে আসছিল। তার নাম হরিলাল দেববর্মা বলে জানা যায়।
বহুদিন ধরেই তাকে বাগে আনার চেষ্টা চালায় পুলিশ। কিন্তু কোন না কোনো ভাবে সে পাড় পেয়ে যায়। কিন্তু অবশেষে সঠিক সূত্রের ভিত্তিতে হরিলাল দেববর্মা কে আটক করা সম্ভব হয়। অতঃপর তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নেয় পুলিশ।
থানার ওসি জানান, এধরণের নেশা বিরোধী অভিযান প্রতিনিয়ত জারি রাখা হবে। মাদক কারবারি দের উদ্দেশ্যে সতর্ক বার্তা ও দেন থানা বাবু।



