খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 26 November 2025 - 10:00 PM
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ - ১০:০০ অপরাহ্ণ

Khowai Cpim News : খোয়াইয়ে কৃষক–শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে লালঝান্ডার মিছিল

Khowai Cpim News
1 minute read

Khowai Cpim News : কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী সরকারি নীতির প্রতিবাদে খোয়াই শহরে অনুষ্ঠিত হলো লালঝান্ডার দৃপ্ত মিছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাসসহ চারটি বামপন্থী গণসংগঠনের মহকুমা নেতৃত্ব।

ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই মিছিলে শ্রম কোড বাতিল, কৃষক ও কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং কৃষিপণ্যের সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

নেতৃত্বের বক্তব্যে অভিযোগ করা হয়, স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষের অন্যতম বৃহৎ গণআন্দোলন হিসেবে কৃষক আন্দোলন গুরুত্বপূর্ণ ধারা তৈরি করেছে। বক্তারা জানান, দেশের শ্রমিক শ্রেণীর অধিকার খর্ব করতে কেন্দ্রীয় সরকার চারটি শ্রম কোড চাপিয়ে দিয়েছে, যা ধর্মঘটের অধিকার ও ন্যূনতম মজুরিসহ বহু অর্জিত অধিকারকে খর্ব করছে।

এদিনের কর্মসূচিতে গণমুক্তি পরিষদ, সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিআইটিইউ–এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের মতো খোয়াইতেও কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায়বিচারের দাবিতে এই মিছিল ও সভার আয়োজন করা হয়েছে।

খোয়াইয়ের মিছিল স্পষ্ট করে দিয়েছে যে কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই এখনও শেষ হয়নি। শ্রম কোড থেকে কৃষিপণ্যের সহায়ক মূল্য—বহু বিষয়েই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ ঘনীভূত হচ্ছে।

পঞ্চম বর্ষপূর্তিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের মূল চেতনা পুনরায় স্মরণ করিয়ে, আন্দোলনকারীরা জানিয়ে দিলেন—অধিকার রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে, এবং দেশের বিভিন্ন প্রান্তে এই দাবিগুলিই আরও জোরালো হয়ে উঠবে।

For All Latest Updates

ভিডিও