Khayerpur News : রাজ্যের আইনশৃঙ্খলার চিত্র আবারও প্রশ্নের মুখে। দিনের আলোয়, লোকালয়ের মাঝে, চোখের সামনেই ছিনতাই হয়ে গেল একটি মালবাহী গাড়ি—বোঝাই ছিল ১১০ বস্তা সিমেন্ট। ঘটনাটি ঘটেছে খয়েরপুর বাইপাস সংলগ্ন সিমেন্ট গোডাউন এলাকায়, শনিবার দুপুরে।
গাড়ির মালিক রাজিব সাহা জানান , অন্তত ১০ থেকে ১৫ জন দুষ্কৃতীর একটি সংঘবদ্ধ দল TR01AZ 1895 নম্বরের ট্রাকটি ঘিরে ফেলে। হুমকি ধমকির মাধ্যমে চালক ও শ্রমিকদের সরিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় তারা। আশ্চর্যের বিষয়, এমন জঘন্য ঘটনার সময় পুলিশের একটিও টহল গাড়ি ছিল না এলাকাজুড়ে।
খবর পেয়ে খয়েরপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ছিনতাইকারী দল অনেক দূরে পালিয়েছে।
এই ঘটনা রাজ্যের সুশাসন ব্যবস্থার করুণ পরিণতির ইঙ্গিত দিচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত আতঙ্কিত। স্থানীয়দের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অবিলম্বে প্রয়োজন কড়া নজরদারি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার।
সরকারের ‘সুশাসন’-এর গল্প যদি এমনটাই হয়, তবে আসন্ন দিনে আরও কত ছিনতাই, আরও কত নিরাপত্তাহীনতা অপেক্ষা করছে, সেই প্রশ্ন এখন জনমানসে।