খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:39 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৩৯ অপরাহ্ণ

Kasba Kali Mandir Mela : ভাদ্রের কৌষিকী তিথিতে সেজে উঠেছে কসবা, জাঁকজমক মেলা আয়োজনের শুভ উদ্বোধন

Kasba Kali Mandir Mela
1 minute read

Kasba Kali Mandir Mela : প্রতি বছর ঘটা করে ত্রিপুরার অন্যতম পবিত্র তীর্থ স্থল কশবেশ্বরী কালি মায়ের মন্দিরে ভাদ্র মাসের কৌষিকী অমাবস্যা তিথিতে জাঁকজমক পূর্ণ পুজো তথা মেলার আয়োজন হয়ে থাকে। দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে এই রীতি। মান্যতা রয়েছে এই শুভ দিনে মায়ের আরাধনা করে মায়ের কাছে ভক্তরা যা মানত করেন তাই নাকি পূরণ হয়।

একই ভাবে এবছরেও ৪ঠা ভাদ্র কৌষিকী অমাবস্যা তিথি তে মায়ের মন্দিরে বিশেষ পুজো ও দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলাসাগড় স্থিত কসবা গ্রামীন পর্যটন কেন্দ্রে শুরু হল দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী ভাদ্র মেলা। যা চলবে শনিবার রাত পর্যন্ত।

বলা বাহুল্য, এদিন সকাল থেকেই দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন মন্দির প্রাঙ্গনে। সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যানী রায় , কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার , পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ।

উদ্বোধনের পর মুক্ত মঞ্চে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীরা তাদের গান ও নৃত্য দিয়ে দর্শকদের মন ভরিয়ে দেন। শনিবার সকাল থেকে দিন ভর চলবে আগরতলা এবং রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের মন মাতানো সঙ্গীতানুষ্ঠান। ততসঙ্গে মেলা চলবে । তাতে গোটা রাজ্য বাসী কে আসার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।

For All Latest Updates

ভিডিও