খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 28 January 2026 - 12:21 AM
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ণ

Kalyanpur Road News : মাটি বোঝাই কারী লরির চাপে খানা খন্দে পরিণত রাস্তা, ক্ষোভ উগড়ে দিলেন এলাকার মানুষ

Kalyanpur Road News
1 minute read

Kalyanpur Road News : মাটি বোঝাই লরির চাপে রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। দীর্ঘ দিন ধরে সহ্য করছেন এই দুর্ভোগ। অবশেষে একত্রিত হয়ে প্রতিবাদে সরব হলেন গ্রামবাসী। ঘটনা দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালপাড়া থেকে ওয়াতিলংটিলা সংযোগকারী গ্রামীণ সড়কে।

অভিযোগ পালপাড়া থেকে ওয়াতিলং টিলা সংযোগকারী গ্রামীণ সড়কে মাটি বোঝাই গাড়ির অবাধ চলাচল বহুদিন যাবত। এর ফলে সদ্য সংস্কার হওয়া রাস্তাটি একেবারে মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে আবারো।

তাই মাটি বোঝাই গাড়ি চলাচল বন্ধের দাবিতে রবিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধে বসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা টি কে সংস্কার করে দেবার। সেই দাবী মেনে প্রশাসনের উদ্যোগে এই গ্রামীণ রাস্তার সংস্কার করা হয়েছিল।

কিন্তু সংস্কার হওয়া রাস্তার উপর দিয়ে নিত্যদিন বড় বড় মাটি বোঝাই ডাম্পার চলাচল করার ফলে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। যার ফলস্বরূপ, পুনরায় এই রাস্তা মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে ছোট বড় গাড়ি ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি

হচ্ছে।

গ্রামবাসীদের দাবি, “এই রাস্তা গ্রামীণ যোগাযোগের জন্য তৈরি হয়েছে, কিন্তু এখন তা ভারী যানবাহন চলাচলের রাস্তায় পরিণত হয়েছে।”এদিন পরিস্থিতি চরম আকার ধারন করার ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকেন।

যার ফলে ওই রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় শাসকদলীয় নেতৃত্ব। তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।

তবে অবরোধ প্রত্যাহারের সাথে সাথে গ্রামবাসীদের স্পষ্ট বার্তা এই রাস্তায় কোনোভাবেই মাটি বোঝাই গাড়ি চলতে দেওয়া হবে না। বড় রাস্তা দিয়ে যাতায়াত করুক গাড়ি, তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই গ্রামীণ রাস্তা দিয়ে যেন না যায়।

ঘটনাটি প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে। স্থানীয়দের প্রশ্ন— যদি রাস্তাটি আবার ক্ষতিগ্রস্ত হয়, তবে এই অবহেলার দায় নেবে কে ? ততসঙ্গে আবারো হুঁশিয়ারি দেন তারা অবরোধ এর। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই রাস্তা রক্ষায় কতটা কার্যকর হয় প্রশাসন।

For All Latest Updates

ভিডিও