Kalyanpur Pinaki Das Chowdhury : কল্যাণপুর বিধানসভা এলাকায় মাত্র ২১ মাস বয়সী এক অসুস্থ শিশুর চিকিৎসা সহযোগিতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে কল্যাণপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা গোবিন্দ ঋষি দাসের ছোট্ট ছেলে। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে ওঠে। চিকিৎসকদের মতে, শিশুটিকে অবিলম্বে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া জরুরি হয়ে পড়ে।
এই সংকটময় মুহূর্তে এগিয়ে আসেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও কল্যাণপুর বিধানসভা মন্ডল কমিটির নেতৃত্ব। শুরু থেকেই চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহনে পরিবারের পাশে দাঁড়ান তারা। আজ আবারও মন্ডল সভাপতি নিতাই বল, সাধারণ সম্পাদক অসীম দেব রায় এবং অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিধায়ক জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; সম্পূর্ণ মানবিক দায়িত্ব থেকে নেওয়া উদ্যোগ। তিনি বলেন, শিশুটিকে আগরতলা থেকে বহিররাজ্যে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন কাজ। চিকিৎসক-নার্সদের সহযোগিতায় ফ্লাইটে করে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি কিছুটা সুস্থ হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে। এমন দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন—তাই সমাজের সকলের সহযোগিতা অপরিহার্য।
বিধায়ক আরও জানান, গত দুই মাস ধরে পরিবারটির অবস্থার ওপর নজর রাখা হয়েছে এবং কিভাবে স্থায়ী সহায়তা করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। সরকারের পাশাপাশি দল এবং সাধারণ মানুষ এই পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। তাদের একমাত্র কামনা—ছোট্ট শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
অসুস্থ শিশুটির চিকিৎসায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও মন্ডল কমিটির উদ্যোগ শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের প্রতি মানবিক দায়িত্বের অসামান্য উদাহরণ। তাদের সহযোগিতা নতুন করে আশা জাগিয়েছে যে সমস্যার সময় সমাজ একসঙ্গে দাঁড়ালেই প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব।



