Kalyani Roy News : ৩০শে নভেম্বর , রবিবার রাজধানী আগরতলা স্থিত আইএমএ হাউজে ভারতীয় ইতিহাস সঙ্কলন সমিতি ত্রিপুরা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৯১ সালে গঠিত হয় এই সমিতি ও ১৯৯৫ সালে অনুমোদিত হয়। মূলত ইতিহাস গবেষক হিসেবে পরিচিত ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। যা কিনা প্রায় ৩০ বছর যাবত ত্রিপুরার ইতিহাস, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক, রাজন্য আমল ইত্যাদি বিষয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে।
এই নিয়ে তাদের বহু পুস্তক , সংকলন প্রকাশিত হয়েছে। যা পাঠক কে ত্রিপুরার রাজন্য ইতিহাস থেকে শুরু করে ভৌগোলিক সামাজিক অবস্থান নিয়ে আরও বেশি করে অবগত হতে সহযোগিতা প্রদান করছে। তাদের এই কর্ম পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্ম কে ইতিহাস বিষয়ে আরও ভালো করে জানতে সহযোগিতা করবে।
তাদের এই নিরন্তর কাজ করে সমর্থন জানিয়ে তাদের কাজের অগ্রগতি ও শ্রী বৃদ্ধি কামনা করেন মুখ্য সচেতক কল্যাণী রায়। আগামী দিনেও যাতে তারা এভাবেই কাজ করে যান তার জন্যে সমিতির সকল সদস্য সদস্যাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের অনুপ্রেরণা দেন তিনি।



