Kalamcoura Ganja News : কলমচৌড়া থানার উদ্যোগে বুধবার ভোর থেকে টানা গাঁজা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়, যার নেতৃত্বে ছিলেন কলমচৌড়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি ইন্সপেক্টর অরূপ দেববর্মা।
সকাল প্রায় ৭টা নাগাদ প্রথম অভিযান শুরু হয় মানিক্যনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। সেখানে বিপুল পরিমাণ গাঁজা চাষ ধ্বংস করা হয়। অভিযানে ওসি অরূপ দেববর্মার সঙ্গে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দেববর্মা ও সাব-ইন্সপেক্টর সঞ্জিত দেববর্মা। পাশাপাশি অভিযানে অংশ নেয় বিভিন্ন টিএসআর বাহিনী—৭, ৯ ও ১৫ ব্যাটালিয়ন টিএসআর এবং উইমেন টিএসআর বাহিনী।
প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার পর পুলিশ দল দ্বিতীয় অভিযানের জন্য রুখিয়া ONGC সংলগ্ন সরকারি বনভূমিতে পৌঁছায়। সেখানেও অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কেবল গাছ কেটে ফেলা নয়, ঘটনাস্থলেই তা পুড়িয়ে সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কোনওভাবেই তা পুনরায় ব্যবহার করা না যায়।
এরপর তৃতীয় অভিযান পরিচালিত হয় উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাশানিয়া মুড়া এলাকায়। সেখানেও একইভাবে গাঁজা গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়। টানা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই তিনটি অভিযানে মোট আনুমানিক ১ লক্ষ ৪৭ হাজার থেকে দেড় লক্ষেরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি ইন্সপেক্টর অরূপ দেববর্মা জানান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক প্রতি কেজি ২০০০ টাকা ধরে হিসাব করলে বিপুল অঙ্কে পৌঁছতে পারে। তিনি আরও বলেন, আগামী দিনেও এই ধরনের গাঁজা বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
প্রশাসনের মতে, এই অভিযানের ফলে এলাকায় নেশা কারবারে বড় ধাক্কা লাগল এবং মাদক চক্রের বিরুদ্ধে পুলিশ যে কঠোর অবস্থানে রয়েছে, তারই স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হয়েছে।



