খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:00 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:০০ অপরাহ্ণ

Kailashahar News :কৈলাশহরে বামপন্থী যুব সম্মেলনে পরিকল্পিত অশান্তি, বিজেপি সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Kailashahar News
1 minute read

Kailashahar News : ত্রিপুরার কৈলাশহর চন্ডিপুর এলাকায় ডিওয়াইএফআই-এর ১৬তম অঞ্চল সম্মেলন চলাকালীন চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, পরিকল্পিতভাবে এই সম্মেলন বানচাল করার উদ্দেশ্যে একদল বিজেপি সমর্থক আচমকা বাজি ও পটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের হাতে গেরুয়া রঙের বিজেপি পতাকা ছিল এবং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে।

ডিওয়াইএফআই সূত্রে জানা গেছে, শুধু বাজি ফাটানোই নয়, সিপিআই(এম) কার্যালয়ের সামনে দলীয় প্রচারসজ্জা ভাঙচুর করা হয়। রাস্তা থেকে সংগঠনের পতাকা ছিঁড়ে নদীতে ফেলে দেওয়ার মতো নিন্দনীয় ঘটনাও ঘটেছে। সবথেকে আশ্চর্যের বিষয়, গোটা ঘটনা পুলিশ ও টিএসআর বাহিনীর উপস্থিতিতেই ঘটলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে—বিরোধী রাজনৈতিক কর্মসূচি দমন করতে কি বিজেপি আশ্রয় নিচ্ছে সন্ত্রাস ও বিশৃঙ্খলার রাজনীতির? গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দেওয়া কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে।

তবে সমস্ত বাধা ও হুমকির মাঝেও বামপন্থী যুবকর্মীরা দৃঢ়তার সঙ্গে সম্মেলন সম্পন্ন করেন। প্রায় ১২০ জন প্রতিনিধি নিয়ে সফলভাবে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষে ডিওয়াইএফআই নেতৃত্ব জানান, “বিজেপির দুষ্কৃতিকারীরা বোমা, বাজি ফাটিয়ে আমাদের আন্দোলন দমাতে চেয়েছিল। কিন্তু আমরা মাথা নত করিনি। জনগণের সমর্থন নিয়েই আমরা এই সম্মেলন সফল করেছি।”

তাঁরা আরও বলেন, এই সাফল্যের জন্য এলাকাবাসীর সহযোগিতা ও সাহসিকতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি স্পষ্ট বার্তা দেওয়া হয়—ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে বাম আন্দোলনকে থামানো যাবে না।

এই ঘটনার পর কৈলাশহর জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

কৈলাশহরের এই ঘটনা আবারও প্রমাণ করল যে বিরোধী কণ্ঠস্বর দমন করতে বিজেপি আশ্রয় নিচ্ছে অগণতান্ত্রিক ও বিশৃঙ্খল পন্থার। শান্তিপূর্ণ যুব সম্মেলনে বাধা সৃষ্টি, দলীয় পতাকা ভাঙচুর এবং প্রশাসনের সামনে প্রকাশ্যে সন্ত্রাস চালানো গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগজনক।

তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও বামপন্থী যুবকর্মীরা যেভাবে ঐক্য ও সাহসের সঙ্গে সম্মেলন সফল করেছেন, তা স্পষ্ট করে দেয়—ভয় দেখিয়ে আন্দোলন থামানো যায় না। এই ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল, যার জবাব জনসাধারণ আজ চাইছে।

For All Latest Updates

ভিডিও