Kailashahar News : কৈলাসহর পুরপরিষদের কাচরঘাট ৫ নম্বর ওয়ার্ডের এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থায় কর্মরত অনিকেত দে (২৫) গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। পরদিন তার সহকর্মীদের মাধ্যমে খবর আসে, ভাড়ার ঘরের ভেতর অনিকেতের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আরও হতবাক করার মতো বিষয়— একই ঘর থেকে উদ্ধার হয় আরেক যুবকের দেহ। দ্বিতীয় যুবকের নাম অয়ন সূত্রধর; তিনি কমলপুর মহকুমার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
অনিকেতের পরিবার জানায়, চার বছর ধরে বেঙ্গালুরুতে চাকরি করছিল অনিকেত। তিন মাস আগে এক আত্মীয়ের বিয়েতে তিনি বাড়ি এসেছিলেন। সেই ছিল তার শেষ দেখা। এরপর ফের কাজে যোগ দিতে বেঙ্গালুরু চলে যান। প্রতিদিনই ফোনে পরিবারের সঙ্গে কথা হত তার। কিন্তু গত মঙ্গলবার রাতে অনিকেতের মা ফোন করলে কোনো সাড়া পাননি। সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তখনই তারা জানতে পারেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, এবং দরজা ভেঙে ঢুকে পুলিশ দু’টি দেহ উদ্ধার করেছে।
দুই পরিবারেরই দাবি— এ মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। কীভাবে দুই তরুণ একই ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন উভয় পরিবারের সদস্যরা।
এদিকে রাজ্য সরকার মৃতদেহ দু’টি তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। কৈলাসহরের কাচরঘাট এলাকার বাসিন্দা অনিকেতের বাবা রজত দে সংবাদমাধ্যমকে জানান, শনিবার সকালেই পরিবারের কয়েকজন সদস্য বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছেন ছেলের দেহ আনতে। পরিস্থিতি অনুকূল থাকলে দেহটি সেদিনই বাড়িতে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন করেছেন তিনি।
এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীও দ্রুত তদন্ত শেষ করে সত্য সামনে আনার দাবি জানিয়েছেন।



