খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 06:01 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৬:০১ অপরাহ্ণ

Kailashahar News : কৈলাসহরে কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে BJP ও মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Kailashahar News
1 minute read

Kailashahar News : বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান এবং প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, সম্প্রতি দুইজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তারা নকল ভারতীয় নথি তৈরি করেছে, যেখানে বিজেপি দলের সহযোগিতা ছিল বলে তাঁর দাবি।

এছাড়াও তিনি চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বীরজিৎ সিনহার অভিযোগ, টিংকু রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ওই মন্ত্রীর বিধানসভা এলাকার কয়েকজন বাসিন্দা কৈলাসহর থানায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা আরও বলেন, এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছে। বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্যে স্পষ্ট, অবৈধভাবে বাংলাদেশিদের ভারতে প্রবেশ ও নথি তৈরির বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। পাশাপাশি মন্ত্রী টিংকু রায়ের শিক্ষাগত যোগ্যতা ও ফৌজদারি মামলার প্রসঙ্গ তুলে রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্নও উত্থাপন করেছেন তিনি।


এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের বিরুদ্ধে নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা হয়েছে, যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

For All Latest Updates

ভিডিও