খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:37 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৭ পূর্বাহ্ণ

Kailasahar Pistal News : তিলকপুর গ্রামবাসীর হাতে বন্দুকসহ আটক চার যুবককে

Kailasahar Pistal News
1 minute read

Kailasahar Pistal News : কৈলাসহর মহকুমার তিলকপুর গ্রামে গভীর রাতে হঠাৎই উপচে পড়ে উত্তেজনা। রবিবার রাতের অন্ধকারে গ্রামে ঘুরে বেড়াতে দেখায় চার অপরিচিত যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীর সন্দেহ জন্মায় তাদের আচরণে, আর জিজ্ঞাসাবাদে যুবকদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিলকপুর এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। একের পর এক অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষুব্ধ ছিল গোলধারপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান কাপুররাজ সিনহা জানান, বারবার অভিযোগ জানানোর পরও নিয়মিত নাইট পেট্রোলিং না হওয়ায় গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

রবিবার রাতের ঘটনায় গ্রামবাসীরা চার যুবকের কাছ থেকে বন্দুক উদ্ধার করে। সন্দেহজনক অস্ত্রসহ যুবকদের আটক করে উত্তেজিত জনতা কিছুটা মারধরও করে বলে জানা গেছে। পরবর্তী সময়ে খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহত চার যুবককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করেন। উদ্ধার করা বন্দুক ও একটি মোটরবাইক পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা।

যদিও পুলিশ এ ঘটনার বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয়, তবে সূত্রের দাবি—ধৃতদের নাম জুয়েল আলী, রাশেদ আলী, আসুক আলী ও বাবলু আলী। বাবলুর বাড়ি ফুলবাড়িকান্দিতে, আর বাকিদের বাস হীরাছড়া এডিসি ভিলেজে। উদ্ধার করা অস্ত্রটি নাকি পাখি শিকারের বন্দুক।

ঘটনার পর থেকে গোটা কৈলাসহর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পঞ্চায়েত প্রধানের কথায়, যদি দ্রুত পুলিশ টহল না বাড়ে, তবে গ্রামবাসীরাই স্বেচ্ছাসেবী পাহারা ব্যবস্থার পরিকল্পনা করছে।

তিলকপুরের সাম্প্রতিক ঘটনার পর স্পষ্ট যে, এলাকায় নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অবনতি ঘটছিল। নিয়মিত পুলিশি নজরদারির অভাব এবং ধারাবাহিক চুরির ঘটনায় গ্রামবাসীদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। বন্দুকসহ চার যুবকের আটক হওয়া শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁকফোকরেরই প্রতিফলন।

এখন প্রয়োজন দ্রুত পুলিশি পদক্ষেপ, নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক কঠোরতা। তা না হলে গ্রামবাসীদের স্বেচ্ছাসেবী পাহারা ব্যবস্থা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আরও অস্থিরতা তৈরি করতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করাই এখন সবার প্রধান প্রত্যাশা।

For All Latest Updates

ভিডিও