Kailasahar NIA News : বুধবার ভোরবেলায় হঠাৎ করেই ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে চাঞ্চল্য ছড়াল। ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিতোষ শীলের বাড়িতে সকাল পাঁচটা নাগাদ হানা দেয় জাতীয় তদন্ত সংস্থা (NIA)। স্থানীয় সূত্রে জানা গেছে, কৈলাসহর থানার সাব-ইনস্পেক্টর দেবব্রত শীলের নেতৃত্বে চার জন টিএসআর জওয়ান ও একজন মহিলা কনস্টেবলসহ মোট পাঁচজন NIA আধিকারিক ওই বাড়িতে উপস্থিত হন।
তল্লাশির সময় বাড়ির সদস্যরা ঘুমে ছিলেন। পরিতোষ শীলকে ঘুম থেকে ডেকে NIA আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে তল্লাশি শুরু করেন। বাড়ির প্রতিটি ঘর ও নথিপত্র খতিয়ে দেখা হয়, তবে তল্লাশিতে কিছু উদ্ধার হয়নি বলে জানা যায়। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব, যা চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা।
পরিতোষ শীল সংবাদমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের সময় NIA আধিকারিকরা রহিম আলি নামে এক যুবকের ছবি দেখিয়ে জানতে চান, সে কি এই ব্যক্তিকে চেনে কিনা। পরিতোষের দাবি, তিনি রহিম নামে কাউকে কখনো দেখেননি বা যোগাযোগও করেননি। তবে তদন্তকারীরা জানান, পরিতোষের মোবাইল থেকে রহিমের নম্বরে ১৩ বার ফোন করা হয়েছে। বিষয়টি নিয়ে পরিতোষ বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি নিজে কখনো রহিম নামে কাউকে ফোন করিনি। কিভাবে এই কলগুলো রেকর্ডে এল, তা আমি জানি না।”
যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়নি, NIA আধিকারিকরা পরিতোষ শীলকে আগামী ২০ নভেম্বর আহমেদাবাদের NIA অফিসে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় গোটা কৈলাসহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, পরিতোষের অতীতে আন্তর্জাতিক পাসপোর্ট সংক্রান্ত কিছু কাজের সঙ্গে যুক্ত থাকার কথা শোনা গেলেও, তিনি গত দুই বছর ধরে সেই কাজ ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় একটি সেলুন পরিচালনা করেন এবং পেশায় নরসুন্দর হিসেবে কাজ করেন।
পরিতোষের বাড়িতে তল্লাশি শেষে NIA দলটি সোজা ঊনকোটি জেলার কুমারঘাটে রওনা দেয় এবং সেখানকার রানা পালের বাড়িতেও হানা দেয় বলে জানা গেছে। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ অবশ্য বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
NIA সূত্রে তদন্তের প্রকৃত কারণ এখনো প্রকাশ্যে না এলেও, স্থানীয়দের অনুমান—কোনো আন্তর্জাতিক যোগাযোগ বা সন্দেহজনক লেনদেনের সূত্রেই এই অভিযান। তবে পরিতোষ শীলের দাবি, তিনি নির্দোষ এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করছেন।
এই আকস্মিক অভিযান এখন ঊনকোটি জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু, এবং সকলের নজর আগামী ২০ নভেম্বরের দিকে, যখন পরিতোষ শীলকে আহমেদাবাদে হাজিরা দিতে হবে।



