Kailasahar News : ত্রিপুরা রাজ্য কে হিরে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই হীরের ত্রিপুরায় এখন উন্নয়ন ও হচ্ছে জোর কদমে। এমনটাই বিভিন্ন সময় দাবী করে বেড়ান রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা। কিন্তু আসলে কতটা উন্নয়ন হচ্ছে তার নিদারুণ দৃশ্য আরও একবার উঠে এলো কৈলাশহর থেকে।
রাস্তা নির্মাণ কে কেন্দ্র করে ক্ষোভ ছরিয়েছেন স্থানীয়দের মধ্যে। তাই পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছেন আম জনতা। ঘটনা মঙ্গলবার দুপুরে কৈলাসহরের পানাই বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পানাই বাজার এলাকায় প্রায় একশো জনজাতিদের বসবাস । তাদের নিত্য চলাচলের জন্যে নির্ভরতা একটি মাত্র রাস্তার উপর। ৬ থেকে ৭ কিমি দীর্ঘ এই রাস্তাটি সংস্কার কাজ শুরু হয়েছিল বটে। তবে সম্পূর্ণ সগস্কার হয়নি। মাত্র অর্ধেক রাস্তা নির্মাণ করেই কাজ বন্ধ হয়ে পরে। কেন বাকি রাস্তাটুকু মেরামতি হলনা তার জবাব আজো মেলেনি। এদিকে সংস্কারের অভাবে রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। ফলে গ্রামে এম্বুলেন্স কিংবা ছোট বড় কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না।
গ্রামের ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যেতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । বিগত সাত আট মাস পূর্বে পানাই বাজার থেকে শান্তিপুর অব্দি সাত কিলোমিটার রাস্তাটির সংস্কারের অর্ধেক কাজ সম্পন্ন হলেও বাকী কাজটুকু করা হচ্ছে না বলে একাধিকবার স্থানীয় নেতা নেত্রীদের জানিয়েও কাজ হয়নি দেখে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা সংস্কারের দাবীতে পানাই বাজার এলাকায় কৈলাসহর-আগরতলা যাবার ২০৮বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে মঙ্গলবার সকাল দশটা থেকে।
অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে উপস্থিত হন কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী । অবরোধ কারীদের সাথে দীর্ঘ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা । যদিও রাস্তা সংস্কারের কাজ দ্রুত না করলে বড় সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।