খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 27 January 2026 - 05:07 PM
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ - ০৫:০৭ অপরাহ্ণ

Kailasahar Ganja News : কৈলাশহরে গাঁজার রমরমা বানিজ্য, পুলিশের জ্বালে ৭ কেজি গাঁজা সমেত এক ব্যক্তি

Kailasahar Ganja News
1 minute read

Kailasahar Ganja News : নেশা বাণিজ্যের ছড়াছড়ি চারিদিকে। একদিকে পুলিশ নেশার লাগাম টানতে ব্যস্ত। অপরদিকে নেশা কারবারি রা পুলিশ কে চ্যালেঞ্জ জানিয়ে তাদের বানিজ্য বহাল তবীয়তে চালিয়ে যেতে তৎপর। কিন্তু পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে সব সময় আর সেই মনোবাঞ্ছা সফল হয়না নেশা কারবারি দের। আর এবার এমনই এক জন ধরা পড়েছে পুলিশের জ্বালে।

ঘটনা , ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমায়। জানা যায়, গোপন সূত্র মারফৎ খবর আসে কৈলাশহর পুলিশের কাছে যে কৈলাসহর বিসি নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডলুগাঁও ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নীলকান্ত সিনহার বাড়িতে অবৈধ ভাবে শুকনো গাঁজা মজুদ রয়েছে।

সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে সোমবার রাত্রিবেলা ৭ কেজি শুকনো গাজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এই অভিযান নিয়ে মঙ্গলবার দুপুরে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। জানা গেছে ধৃত মাদক ব্যবসায়ীর নাম নীলকান্ত সিনহা। তার বাড়িতেই অভিযান চালিয়ে এই শুকনো গাজা উদ্ধার করা রয়েছে।

পুলিশ ৭ কেজি শুকনো গাজা উদ্ধার করেছে এদিন। সেই গাজা গুলি সম্ভবত পাচার করার উদ্দেশ্যে তার ঘরে সে মজুদ করে রেখেছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।

তার বিরুদ্ধে NDPS ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে কৈলাসহর থানার পুলিশ। গৃহীত মামলাটির নম্বর হল 63/2025। পাশাপাশি এদিন দুপুর বেলা পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে অভিযুক্ত নীলকান্ত সিনহাকে ।

For All Latest Updates

ভিডিও