খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 11 August 2025 - 02:34 AM
সোমবার, ১১ আগস্ট ২০২৫ - ০২:৩৪ পূর্বাহ্ণ

Kailasahar Dog News : কুকুর মাংসকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭

Kailasahar Dog News
1 minute read

Kailasahar Dog News : ত্রিপুরার ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের হীরাছড়া এডিসি গ্রামে কুকুর মাংস খাওয়া ও বিক্রিকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ এই হিংসাত্মক ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।

আহতদের মধ্যে রয়েছেন একজন মহিলা সহ আরও ছয়জন পুরুষ। সকলেই বর্তমানে ভগবান নগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিছুদিন আগেই গ্রামে কয়েকজনের বিরুদ্ধে কুকুর কেটে খাওয়ার এবং তা বিক্রির অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে অন্যতম, পিন্টু দাস, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতেই পিন্টু দাসের আত্মীয়রা অভিযোগকারী রাজারাম নুনিয়া মুন্ডার বাড়িতে হঠাৎ আক্রমণ চালায়। বাড়িতে থাকা রাজারামের স্ত্রী সূর্যি গৌড়, গোলাপ চাষা, বুধন চাষা ও সুলতান আলী সহ অনেকে এই হামলায় আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, গোলাপ চাষা, তাঁর ছোট ভাই এবং সুলতান আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, যার ফলে তারা গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে পাল্টা অভিযোগও উঠে এসেছে। পিন্টু দাসের আত্মীয়দের দাবি, রাজারাম ও তাঁর লোকজন চন্দন দাসের বাড়িতে হামলা চালিয়েছেন। এই ঘটনায় চন্দন দাসের চোখে গুরুতর চোট লাগে এবং সমা বাউরীও আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

পুলিশ জানায়, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।

এই রক্তক্ষয়ী ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আপাতত শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

কুকুর শুধু একটি প্রাণী নয়, বহু মানুষের কাছে এটি একটি প্রিয় পোষ্য ও পারিবারিক সঙ্গী। মানবসমাজে কুকুরের ভূমিকা শুধুমাত্র নিরাপত্তা বা সঙ্গীতেই সীমাবদ্ধ নয়, বরং তা আবেগ, বিশ্বাস ও মানবিক সম্পর্কের প্রতীক। কুকুরের মাংস খাওয়ার প্রথা শুধুমাত্র অমানবিক নয়, এটি নৈতিকভাবে নিন্দনীয় এবং বহু দেশে আইনত অপরাধ।

এছাড়া, এই ধরণের কাজ পশু নির্যাতনের সামিল এবং জনস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে, কারণ কুকুর থেকে ছড়াতে পারে বিভিন্ন সংক্রামক রোগ। বিশেষ করে যেখানে এই ধরনের আচরণ সমাজের মধ্যে বিভেদ, হিংসা ও সহিংসতা ডেকে আনে, সেখানে এটি শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, বরং সামাজিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

অতএব, কুকুরের মাংস খাওয়ার প্রবণতা বন্ধ করা উচিত আইন, নৈতিকতা ও জনসচেতনতার সমন্বয়ে। প্রত্যেক সচেতন নাগরিকের উচিত পশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এবং এমন সংস্কৃতি ও আচরণ বর্জন করা যা মানবিক মূল্যবোধ ও সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করে।

For All Latest Updates

ভিডিও