Kailasahar Congress News : কংগ্রেসের “ ভোট চোর গদি ছোড়” শ্লোগান এখন গোটা দেশ ব্যাপি চলছে। জবে থেকে রাহু গান্ধী ভারতে ভোট চুরি প্রসঙ্গে নানা তথ্য প্রেরন করেছেন তাঁর পর থেকেই উত্তাল দেশীয় রাজনীতি। বিজেপি সরকার ও নির্বাচন কমিশন মিলিত ভাবে ভোট চুরি করছে, এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল। আর তাঁর পর থেকেই দিকে দিকে ভোট চুরি রুখতে এবং ভোট চুরি করে কুর্সি দখল করে রাখা মোদী সরকার কে গদি ছাড়তে ডাক দিচ্ছে কংগ্রেস।
এই নিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা স্তরে মিছিল, বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একই ভাবে আজ ১৮ই সেপ্টেম্বর ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমায় এক সুবিশাল মিছিল ও জনসভার আয়োজন করা হয়। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক বিরজিত সিনহা, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান , ক্রিস্টোফার তিলক সহ কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা।
একে একে এদিন ভোট চুরি প্রসঙ্গে আলোচনা করেন নেতৃত্বরা। লোকসভা থেকে বিধানসভা সবকটি নির্বাচনে নির্বাচন কমিশন কে কাজে লাগিয়ে কিভাবে দিনের পর দিন ভোট চুরি করে ক্ষমতা ধরে রেখছে বিজেপি সেই নিয়ে তাদের কে রীতিমতো তুলোধোনা করেছেন এদিন কংগ্রেসীরা। উল্লেখ্য, এদিনের সভা টি মূলত কৈলাশহর নেতাজি কর্নারে অনুষ্ঠিত হয়। এই সভা কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট আঁটসাঁট।