খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:44 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৪ অপরাহ্ণ

Kailasahar College News : কলেজ ইউনিফর্ম নিয়ে উত্তপ্ত কৈলাসহর কলেজ চত্বর, বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ

Kailasahar College News
1 minute read

Kailasahar College News : কলেজ ইউনিফর্ম পরা নিয়ে শুরু হওয়া বিতর্ক সোমবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। কলেজ ইউনিফর্ম না পরার কারণে এক ছাত্রকে কলেজ ছাড়ার নির্দেশ দেওয়া হলে, সেই ঘটনার সূত্র ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদের সূত্রে জানা গেছে, প্রথম সেমিস্টারের ছাত্র আশরাফুল ইসলাম কলেজ ইউনিফর্ম না পরে ক্যাম্পাসে আসায়, কিছু সিনিয়র ছাত্র তাকে কলেজ ত্যাগের পরামর্শ দেন। এরপর আশরাফুল কলেজের গেটের বাইরে গিয়ে কিছু বহিরাগত যুবককে সঙ্গে নিয়ে ফিরে আসে এবং কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়।

ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং ট্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বহিরাগতরা কলেজ এলাকা ত্যাগ করে।

উল্লেখযোগ্যভাবে, কলেজের অনেক ছাত্র-ছাত্রী দীর্ঘদিন ধরেই কলেজ ইউনিফর্ম বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছিল। তাদের অভিযোগ, কলেজ চলাকালীন সময়ে বহিরাগত যুবকদের আনাগোনা বেড়ে গেছে, যা একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এই ঘটনার পর শিক্ষার্থীদের একাংশ কলেজ প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে কলেজে সুষ্ঠু পরিবেশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

For All Latest Updates

ভিডিও