খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:43 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ণ

Kailasahar BSF News : কৈলাশহরে আবারও বিএসএফের গুলিতে আহত এক , উন্নত চিকিৎসার জন্যে বহিঃরাজ্যে রেফার

Kailasahar BSF News
1 minute read

Kailasahar BSF News : রক্ষক এর ভক্ষক সুলভ আচরণ যেন আর মেনে নেওয়া যাচ্ছে না। সীমান্তে পাচারকারীদের রুখতে ব্যর্থ বিএসএফ এর গুলি চলে কেবলমাত্র নিরীহ দের প্রাণ হননের খাতিরে। এধরণের বহু ঘটনার সাক্ষী রয়েছে ত্রিপুরা। আরও একবার বিএসএফ এর গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে এবার পাঞ্জা লরছে এক যুবক।

ঘটনা কৈলাশহর মহকুমাধীন মাগুরালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাতটার সময় কৈলাশহর মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ সকালে বিএসএফ জওয়ানরা তাদের বাড়িতে প্রবেশ করে হঠাৎ করে এবং তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে ধস্তাধস্তির মধ্যে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ এর এক কর্মী। গুলিবিদ্ধ যুবকের নাম নুরুল ইসলাম, সে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করেন।
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বিএসএফ-এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে জনসাধারন। সীমান্ত রক্ষী হিসেবে কর্মরত একাংশ বিএসএফ জওয়ানদের এহেন আচরণে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে চূড়ান্ত ভাবে। অন্যদিকে কৈলাশহরে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়ে চলেছে সে অন্য প্রসঙ্গ।

For All Latest Updates

ভিডিও