খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 10:19 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:১৯ অপরাহ্ণ

Kailasahar BJP News : কৈলাসহরে বিজেপি সমর্থকের চোখ নষ্টের অভিযোগে উত্তেজনা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

Kailasahar BJP News
1 minute read

Kailasahar BJP News : হিরাছড়া চা-বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার জেরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হওয়ার অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, ঊনকোটি জেলা যুব মোর্চা সভাপতি অরুপ ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নীতিশ দে জানান, ৬ আগস্ট রাত ১১টার দিকে হিরাছড়া বুথ সভাপতি আশীষ দাসের বাড়িতে কংগ্রেস সমর্থিত একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে ফারুক আলী, সুলতান আলী ও রাজারাম মুন্ডার নাম উঠে এসেছে। হামলায় শিশু, মহিলা ও পুরুষ—সবার ওপর নির্বিচারে মারধর চালানো হয়। এসময় বিজেপি সমর্থক চন্দন দাস এয়ারগানের গুলিতে গুরুতর আহত হন।

তার দাবি, পুলিশের সামনেই গুলি চালানো হলেও কোনো বাধা দেওয়া হয়নি। গুরুতর অবস্থায় চন্দন দাসকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে, পরে আগরতলার জিবিপি হাসপাতালে এবং শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি চোখ অপসারণ করতে হয়।

নীতিশ দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ আগস্ট ইরানি থানায় ডেপুটেশন দেওয়ার পরও ২৪ ঘণ্টার মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। ফলে পুনরায় জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছেন তারা।

মন্ডল সভাপতি প্রীতম ঘোষ জানিয়েছেন, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

For All Latest Updates

ভিডিও