Kadamtala Road Block : হর ঘর জল এবং জল জীবন মিশন দুটোই কার্যত ফেইল ত্রিপুরার বেশ কিছু জায়গায়। এটা আমদের নয়, ভুক্তভোগী মানুষের কথা। আর তাদের এই দুঃখের জানান দিতেই এবার পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে বসলেন মহিলারা।
ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা -ধর্মনগর মূল সড়কের লোয়ার গেইট সংলগ্ন এলাকায় রবিবার সকালে। বিগত দুই মাস ধরে বিষ্ণুপুর ৪নং ওয়ার্ডে পানীয় জল নেই। তীব্র জল সঙ্কটে ভুগছেন সেখানকার স্থানীয়রা।
এই বিষয়ে স্থানীয় বিষ্ণুপুর পঞ্চায়েত থেকে শুরু করে প্রসাশনীক স্তরেও জানিয়েছিলেন ভুক্ত ভোগীরা। কিন্তু কোনো সমাধান হয় নি। এরই ফলশ্রুতিতে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সড়ক অবরোধে বসেন ভূক্ত ভোগী গ্ৰামবাসীরা।
অবরোধ কারীদের অধিকাংশই ছিলেন মহিলা। তাদের একটাই দাবি জল চাই। এদিকে,পথ অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধ তুলার চেষ্টা করেও ব্যার্থ হয়। পরে ছূটে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ।
আশ্বাস পেয়ে পরে অবরোধ তুলে নেন মহিলারা। কিন্তু তাদের ঘরে আদৌ জল কবে নাগাদ পৌঁছাবে তা এখনো স্পষ্ট ভাবে জানান নি কর্তৃপক্ষ। এদিকে রাজ্য সরকার ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছে যে তাদের হাত ধরে অভূতপূর্ব উন্নয়ন চলছে রাজ্য জুড়ে। তবে তা যে সম্পূর্ণ ভাবেই সত্য নয় তা প্রায়শই প্রকাশ পাচ্ছে মানুষের বেহাল দশায়।
যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে বিষ্ণুপুর বাসীর এই ভোগান্তি ঘুচাতে কবে নাগাদ সক্রিয় পদক্ষেপ নেয় প্রশাসন।



