Kadamtala Churi News : কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব কদমতলা ৩ নম্বর ওয়ার্ডে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, আক্রান্ত বাড়িটির মালিক তপন মালাকার, পিতা প্রয়াত জলন্ধর মালাকার। পেশায় তিনি একজন গাড়ি চালক। রবিবার সন্ধ্যাবেলায় বাড়ির মালিকের স্ত্রী কৃষ্ণ মালাকার ঘরের দরজায় তালা লাগিয়ে বাড়ির পাশের কালাচাঁদ মন্দিরে সাপ্তাহিক কীর্তনে অংশ নিতে যান। সেই সময় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল।
এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়ির বাউন্ডারির টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজার তালা ভেঙে চোরেরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কীর্তন শেষে বাড়িতে ফিরে এসে কৃষ্ণ মালাকার দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কদমতলা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হন। ঘরের ভেতরে ঢুকে দেখা যায়, বসত ঘরের প্রধান দরজার তালা ভাঙা এবং আলমারির সমস্ত লকার ভেঙে ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, চোরেরা ঘর থেকে প্রায় ৭০ হাজার টাকা নগদ, স্বর্ণের দুই জোড়া কানের দুল, একটি আংটি, ছয়টি চুড়ি, দুই জোড়া নূপুর সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে কদমতলা থানা থেকে এসআই মানিক দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং চোরদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশি টহল জোরদার করা হোক এবং চুরির ঘটনার দ্রুত সমাধান করা হোক, নচেৎ ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।



