Jomi bibade akranto shotoborshiya vriddha : জমি বিবাদে আক্রান্ত শতবর্ষীয়া বৃদ্ধা
আবারো জমি দখল কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা সহ উনার ছেলে। জানা গেছে মেলাঘর থানার অন্তর্গত মোহনভোগ এলাকার রাবিয়া বিবি দীর্ঘ ৩০ বছর ধরে নিজের জোত জমিতে বাড়ি ঘর বানিয়ে বসবাস করে আসছিল। হঠাৎই এলাকার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের নজর পড়ে ওই ১০০ বছর বয়সী বৃদ্ধা রাবিয়া বিবির জোত জমিতে। মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল বৃদ্ধা মহিলার জোত জমিটি কব্জা করার জন্য কিন্তু কোন ভাবেই তা সম্ভব হয়ে উঠছিল না। পরে বৃহস্পতিবার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন তাদের দলবল নিয়ে ওই বৃদ্ধা মহিলা সহ উনার ছেলে আবুল কালাম এর সাথে ঝগড়া বীবাদ শুরু করে বৃদ্ধা ও তার ছেলের উপর আক্রমণ চালায় । স্থানীয় এলাকাবাসীরা প্রতিবাদ জানাতেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে আক্রান্তকারী আবুল কালাম বৃহস্পতিবার রাতে মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।