খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 12:22 PM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ১২:২২ অপরাহ্ণ

Jolaibari Shiv Temple News : শিব মন্দিরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য

Jolaibari Shiv Temple News
1 minute read

Jolaibari Shiv Temple News : আজ সকালে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসী সৎসঙ্গ পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়, যখন স্থানীয় শিব মন্দিরের ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আকাশ মগ (১৮), তিনি ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে মন্দিরে ঢুকে তারা এক যুবককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে খবর যায় বাইখোড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসআই অর্জন চাকমা, এএসআই মরন বৈদ্যসহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে এসআই অর্জন চাকমা সাংবাদিকদের জানান, মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ফরেন্সিক টিমের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে আকাশ মগের মৃত্যুর প্রকৃত কারণ।

অন্যদিকে, মৃতের পরিবারের দাবি—আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তার বাবা জানিয়েছেন, কয়েক বছর ধরে আকাশ ড্রাগস সেবনের সঙ্গে যুক্ত ছিল, যা তার শারীরিক ও মানসিক অবস্থাকে ভীষণভাবে দুর্বল করে তুলেছিল। পরিবারের ধারণা, মাদকাসক্তির কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে তারা এটিও স্বীকার করেছেন যে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত। তারা মনে করছেন, যদি মাদকাসক্তির সঙ্গে এই মৃত্যুর যোগ থাকে তবে এটি পুরো এলাকার তরুণ সমাজের জন্য ভয়ানক বার্তা। এ ধরনের ঘটনায় এলাকায় মাদকদ্রব্যের ছড়িয়ে পড়া ও এর ভয়াবহ প্রভাব আবারও সামনে এলো।

বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাতদন্তের ফলাফলের উপর নির্ভর করছে আকাশ মগের মৃত্যুর রহস্য উদঘাটন। এলাকাবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুলিশের পরবর্তী পদক্ষেপের জন্য।

For All Latest Updates

ভিডিও