Jitendra Chowdhury News : ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের (এডিসি) প্রাক্তন চেয়ারম্যান মংসাজাই মগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ও সিপিএম নেতা জিতেন চৌধুরী। শনিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, মংসাজাই মগ ছিলেন দলের একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতা, যিনি এডিসি গঠনের শুরু থেকেই সাবরুম মহকুমার অনুকূল শিলাছড়ি কেন্দ্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে এডিসি সদস্য, এক্সিকিউটিভ মেম্বার এবং দু’বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।
বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান, “মংসাজাই মগ ছিলেন অত্যন্ত ভদ্র, সৎ ও নিষ্ঠাবান একজন নেতা। তাঁর মৃত্যু আমার জন্য গভীর ব্যক্তিগত শোকের।” তিনি প্রয়াত নেতার পরিবার—স্ত্রী, পুত্র, কন্যা ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানান।
তিনি আরও বলেন, মংসাজাই মগের রাজনৈতিক ও ব্যক্তিগত সততা নবীন প্রজন্মের কাছে অনুকরণীয়। যেকোনো দলের তরুণ কর্মী-সমর্থকদের কাছে তাঁর জীবনযাপন ও জনসেবার মানসিকতা শিক্ষণীয় বলে মন্তব্য করেন তিনি।
মংসাজাই মগের মৃত্যুতে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও জনসেবার যে দৃষ্টান্ত রেখে গেলেন, তা ভবিষ্যৎ প্রজন্মের নেতাদের জন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে স্বশাসিত জেলা পরিষদের ইতিহাসে এবং স্থানীয় জনগণের হৃদয়ে।



