Jitendra Chowdhury News : মানুষের জীবন বড্ড অনিশ্চিত বিষয়। কখন কার জীবনের শেষ ক্ষণ তা বলে উঠা দায়। সম্প্রতি রাজ্যে এমনই কিছু ঘটনা সবার মনে গভীর ছাপ রেখে গেছে। তার মধ্যে কিছু ঘটনা সবার কাছে পৌঁছালে ও কিছু কিছু ঘটনা অনেকের কাছেই রয়ে গেছে অজানা।
সাম্প্রতিক লংতরাই ভ্যালি এলাকায় এই সাড়ে তিন বছর বয়সী খুদে শিশু যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালো। সন্তান কে হাড়িয়ে বেহাল অবস্থা তার জন্ম দাতা মা বাবার। আজ সেই অসহায় হতদরিদ্র পরিবারটির খোঁজ নিতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
উল্লেখ্য, গত ১৭ ই নভেম্বর ধলাই জেলার লংতরাইভ্যলির ধুমাছড়ায়, বটতলা ভিলেজ কমিটির অন্তর্গত অষ্টকুমার পাড়ার বাসিন্দা বিশ্বকুমার দেববর্মার সাড়ে তিন বছর বয়সী ছোট্ট শিশুটি ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়।
বাজারে গিয়ে একটি গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পরে শিশুটি । পরিবারটি অত্যন্ত দরিদ্র। একদিকে অর্থের অনটন, অন্যদিকে সন্তান হারানোর জ্বালা। অসহায় মা বাবার করুন আর্তনাদ শোনার কেউ নেই । ঘটনা নিয়ে অবগত হতেই বিরোধী দলনেতা ছুটে যান। তাদের সাথে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। আর এধরণের অকাল মৃত্যু আরও বেশি মর্মান্তিক। যান দুর্ঘটনার কবলে পরে কত কত প্রাণ এভাবেই অসময়ে ঝড়ে পড়ছে তার কোনো হিসেব নেই। যান চালক দের আরও সাবধানতা অবলম্বন প্রয়োজন। ততসঙ্গে মা বাবা দের ও তাদের শিশু সন্তান দের প্রতি আরও একটু সজাগ দৃষ্টি রাখা উচিৎ। যাতে এধরণের অনভিপ্রেত ঘটনার শিকার না হন আর কোনো শিশু।



