Jitendra Choudhury : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর জয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। সমাজসেবামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীসহ সংগঠনের বহু কর্মী ও সমর্থক। শিবিরে দলীয় যুব সদস্যরা উৎসাহের সঙ্গে রক্তদান করে মানবিকতার অনুশীলনকে আরও শক্তিশালী করে তুলেছেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান সময় সমাজে যুব সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উদাসীনতা এবং ব্যক্তিকেন্দ্রিকতার মনোভাব তৈরি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এমন এক পরিস্থিতিতে ডিওয়াইএফআই-এর উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, সমাজকে বিপথে ঠেলে দেওয়ার যে চেষ্টা বিভিন্নভাবে চলছে, এই ধরনের মানবিক কর্মসূচি তার বিরুদ্ধে এক দৃঢ় জবাব।
জিতেন্দ্র চৌধুরী আরও জানান, জয়নগর ব্যালার মাঠ অঞ্চল কমিটির এই আয়োজন শুধু রক্তদান শিবির নয়, বরং যুবসমাজকে একত্রিত করার এক প্রয়াস। তিনি বলেন, “আমি একা নই, সমাজের জন্যই বাঁচতে হবে”— এই মূল্যবোধের চর্চা তরুণদের মধ্যেই সমাজকে শক্তিশালী করে তুলতে পারে। ধীরে ধীরে এই ধারণা গড়ে উঠলে সমাজের অন্ধকার ও প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব হবে।
ডিওয়াইএফআই-এর এই উদ্যোগ আরও প্রসার লাভ করুক— এমন শুভকামনাও জানান তিনি। পাশাপাশি রক্তদানে অংশ নেওয়া প্রত্যেক যুবক-যুবতীকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সমগ্র ঘটনাটি স্পষ্ট করে যে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে যুবশক্তির ইতিবাচক ভূমিকা কতটা জরুরি। ডিওয়াইএফআই-এর এই রক্তদান শিবির শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, বরং বিভাজন ও উদাসীনতার বিরুদ্ধে এক ঐক্যের বার্তা।
তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিয়ে দিল— সমাজের জন্য কাজ করতে এখনও বহু যুবক-যুবতীর আন্তরিক আগ্রহ রয়েছে। এই ধারাবাহিক প্রচেষ্টা আগাম দিনে আরও শক্তিশালী সমাজ গঠনে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



