খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:35 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৫ পূর্বাহ্ণ

Jitendra Choudhary News : খুমলুঙ্গে মথা বিজেপির কোন্দল কে ঘিরে উত্তেজনা, শান্তি স্থাপনের বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা

Jitendra Choudhary News
1 minute read

Jitendra Choudhary News : শাসক বিজেপি ও তার শরিক তিপ্রা মথার বিবাদ এবং সংঘর্ষে বিরতি টানার বার্তা দিলেন এবার বিরোধী দলনেতা। এধরণের ঘটনা বলি বন্ধ করার ক্ষেত্রে উভয় দলেরই পরিণত নেতৃত্ব দের হস্তক্ষেপ করার আর্জি জানালেন তিনি।

উল্লেখ্য, বিগত কিছুদিন যাবত জম্পুই জলার টাকার জলা , এডিসির সদর দপ্তর খুমুলুং সহ একাধিক জায়গায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বিজেপি ও মথা উভয় দলের একাংশ কার্যকর্তাদের মধ্যে। দিকে দিকে বিজেপি ভেঙ্গে মথায় আবার মথা ছেড়ে বিজেপি যোগদানের পর্ব চলে আসছে। শাসক শরিক হয়েও একে অপরের কাছে যেন রক্ত খেকো হয়ে উঠেছে। কে কার চাইতে বেশি শক্তি সংগ্রহ করতে পারেসেই নিয়ে চলছে দ্বন্দ্ব। কোথাও কোথাও জোর পূর্বক দল ত্যাগ করার জন্যে চাপ সৃষ্টির অভিযোগ উঠে আসছে।

এই সব কিছুর মাঝেই খুমুলুং এ মুখ্যমন্ত্রীর করা এক মন্তব্য কে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়। এরপর প্রকাশ্যে মথা দলের কিছু যুব নেতা মুখ্যমন্ত্রী কে হুঁশিয়ারি দেন। এর পরে পরিস্থিতি আরও চরম আকার ধারন করে। যার ফলে গতকাল অর্থাৎ ২০শে নভেম্বর খুমুলুং এ তিপ্রা মথা কার্যালয় এবং পরে বিজেপি কার্যালয় ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা সহ দলীয় কর্মীদের ঘরে ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় তিপ্রা মথা সমর্থিত কিছু দুষ্কৃতী। এমনটাও অভিযোগ উঠে আসে।

এই নিয়ে অত্র এডিসি এলাকা জুড়ে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই নিয়ে সরকার পক্ষের ওয়াকিবহাল থাকা সত্বেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এবার সেই নিয়েই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

রাজনৈতিক লাভ এর সন্ধানে নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে উনি উভয় দলের নেতৃত্বদের অতিসত্বর হস্তক্ষেপ দাবী করেন। যারা পরিপক্ক নেতৃত্ব আছেন তারাই পারেন উভয় পক্ষের এই বিবাদ কে থামাতে। এক দল মারবে, আরেক দল পাল্টা ওয়ার করবে এতে উভয়েরই ক্ষতি।

আক্রান্ত এলাকা গুলিতে ব্যবসা বৃত্তি, অফিস কাচারি, কৃষি সমস্ত কিছুই এধরণের ঘটনার ফলে ক্ষতি গ্রস্থ হচ্ছে। তাই মেচিউরড পলিটিশিয়ান দের উচিৎ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উভয় পক্ষের সাথে আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে সুষ্ঠু সমাধান খুঁজে বেড় করা।

ত্রিপুরার জিরানিয়া , জম্পুই জলা, যে সমস্ত এলাকায় এই সমস্ত ঘটনা ঘটছে সেগুলো থামাতে জেলা মহকুমা প্রশাসন গুলিও জরুরী ব্যবস্থা নিক । যাতে করে স্বাভাবিক অবস্থা ফিরে আসে, মানুষ আতঙ্ক থেকে বেড়িয়ে শান্তি পূর্ণ ভাবে বাচতে পারে। এমনটাই এদিন নিজের বক্তব্যে তুলে ধরেন এবং রাজ্য সরকার ও তার শরিকের প্রতি আহ্বান রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

For All Latest Updates

ভিডিও