Jatrapur PS Ganja News : যাত্রাপুর থানার পুলিশ একের পর এক অভিযানে বিপুল সাফল্য পেয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার ও ধ্বংস করা হয় বিপুল পরিমাণ গাঁজা।
থানা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যায় নির্ভয়পুর গ্রামের একটি রাবার বাগান থেকে দুই প্যাকেটে মোট ৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যদিও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে পুলিশের দাবি—গাঁজার মালিকানা খুঁজে বের করার কাজ চলছে।
এরপর সোমবার ভোরে আবারও অভিযান চালানো হয় দক্ষিণ মহেশপুরের কাকরি নদীর দক্ষিণাংশে বন দপ্তরের সংরক্ষিত এলাকায়। সেখানে বেশ কয়েকটি গাঁজার নার্সারি প্লট চিহ্নিত হয়। পুলিশ জানিয়েছে, মোট আটটি প্লটে প্রায় দুই লক্ষ গাঁজার চারা ছিল। ওসি সিতি-কণ্ঠ বর্ধনের নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে সেসব প্লট কেটে ধ্বংস করে দেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এই অভিযান চালানো হয়েছে এবং আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন—“জায়গাটি দুর্গম হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছিল। তবে নির্ধারিত স্থানে পৌঁছে পুরো প্ল্যান্টেশন ধ্বংস করা সম্ভব হয়েছে নির্বিঘ্নে।”
স্থানীয় সূত্রের দাবি, সীমান্তবর্তী এইসব গ্রাম দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজা চাষের জন্য ব্যবহৃত হচ্ছে। পুলিশের নিয়মিত অভিযানে যদিও অনেক ক্ষেত্রেই চাষ ধ্বংস হয়, তবুও নতুন করে প্লট তৈরি হচ্ছে। এবার একসঙ্গে বিপুল পরিমাণ চারা ধ্বংস হওয়ায় চাষিদের বড় ধাক্কা লাগল বলেই মনে করা হচ্ছে।
যাত্রাপুর থানার এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশও আশাবাদী, এই ধারাবাহিক পদক্ষেপের ফলে মাদক চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমবে।