Jampui Jala Water Issue : প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের ছোঁয়া থেকে বঞ্চিত ত্রিপুরার প্রত্যন্ত জনজাতি প্রধান গ্রামীণ এলাকা গুলো। এই বাস্তব সত্য অনস্বীকার্য। আর তার প্রমাণ আরও একবার উঠে এসেছে জম্পুই জলা থেকে।
সিপাহিজলা জেলার অন্তর্গত জম্পুই জলা ব্লক এর অধীন থেলাখুং ভিলেজ এর ৮৫ পরিবার আজো ছড়ার জলের উপর তাদের জীবন ধারণের জন্যে নির্ভরশীল। এটা অবাস্তব মনে হলেও সত্য। এবার এই চিত্র ধরা পড়েছে এলাকার সংবাদ প্রতিনিধির ক্যামেরায়।
পানীয় জলের কোন ধরনের উৎস নেই গ্রামে। একটা নুন্যতম ওয়াটার সাপ্লাই পর্যন্ত নেই। যার ফলে পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামের মানুষ। ছড়ার জল খেয়ে তেষ্টা মেটাতে হচ্ছে গ্রামের মানুষকে। জম্পুইজলা ব্লকের থেলাখুং ভিলেজের ৩ নং কলোনিপাড়া এবং ২ নং কলোনিপাড়া এলাকায় মূলত এই সমস্যা দীর্ঘদিন যাবত।
খবর নেই এলাকার বিধায়ক রাম পদ জমাতিয়ার। এমনকি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সি ইএম পূর্ণচন্দ্র জমাতিয়া ও খোঁজ নেননি এই গ্রামের । ভিলেজ কমিটির প্রতিনিধিদের ও এই বিষয়ে কোন ধরনের হেলদোল নেই। কারণ এই দুই এলাকায় যে সমস্ত উপজাতিরা বসবাস করে তারা একেবারেই দরিদ্র। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল।
যার ফলে স্থানীয় জনপ্রতিনিধিরাও এই দুই গ্রাম কে একেবারে বাদের খাতায় তুলে রেখছে বলে মনে করেন এখানকার মানুষ। এদিন সংবাদ প্রতিনিধির ক্যামেরায় আক্ষেপ প্রকাশ করে তারা বলেন, ভোট আসে ভোট যায়। প্রতিনিধিরা আমাদের ভোটে তাদের ভাগ্য ফেরান কিন্তু আমাদের ভাগ্য আর পাল্টায় না। সরকারের হর ঘর জল মিশন প্রকল্প শুধুমাত্র এই দুই গ্রামে কাগজে কলমে। বাস্তবে তার কোন ভিত্তি নেই। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।
এই নিয়ে রাজ্যের সমস্ত গণ মাধ্যমে খবরাখবর প্রচারিত হয়েছে বটে। তবে তাতে সরকার ও দপ্তরের টনক কবে নাগাদ নড়বে সেদিকেই তাকিয়ে আছেন তারা।