Inclusion of VCs under blocks

ভিলেজ কাউন্সিল এর অন্তভুক্তি করণ কে ঘিরে ৫ খয়েরপুর অঞ্চল কমিটির বিক্ষোভ গান্ধী পূর্তির পাদদেশে

বেশ কিছু ভিলেজ কাউন্সিল কে সুনির্দিষ্ট ব্লকের অন্তর্গত করার দাবী দাওয়া নিয়ে আজ সরব হলেন ত্রিপুরা বিধানসভার ৫ নং কেন্দ্র তথা খয়েরপুরের টিটিএএডিসি অঞ্চল কমিটির সদস্য সদস্যারা। দল মত , জাত পাত নির্বিশেষে আজ সকলে রাজধানীর ভিআইপি রোড স্থিত তথা সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচী তে মিলিত হয়ে তাদের দাবী দাওয়া তুলে ধরেন।
তাদের দাবী গুলোর মধ্যে রয়েছে,
• পুরাতন আগরতলা আরডি ব্লক এর অন্তর্ভুক্ত ১। বর্ধমান ঠাকুর পাড়া, ২। ধুপছরা, ৩। পশ্চিম রাধামোহন পুর ও ৪। রাধা মোহন পুর কে বেলবাড়ি আরডি ব্লকের অধীনে অন্তরভুক্তিকরন।
• ডুকলি আরডি ব্লকের অন্তর্গত ১। কালিদাস, ২। পশ্চিম জারুলবাছাই, ৩। পূর্ব জারুলবাছাই কে জম্পুইজলা আরডি ব্লকে অন্তর্ভুক্ত করা ।
• নলছর আরডি ব্লকের অধীন ১। ইন্দ্র কুমার পাড়া, ২। রামপদ পাড়া, ৩। পদ্মিনী নগর, ৪। কালিরাম এবং বক্সনগরের অন্তর্গত ১। দয়ালপাড়া, ২। বিজয় নগর ও ৩। ধনী রাম পুর কে মোহনভোগ আরডি ব্লকের অন্তর্ভুক্ত করা।
এমন প্রায় ৩৩টি ভিলেজ কমিটি কে তাদের বর্তমান আরডি ব্লক থেকে সরিয়ে নতুন ব্লকের অন্তর্ভুক্ত করার দাবী আদায়েই আজকের এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

Leave A Reply