খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:58 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ণ

IMD Agartala Weather : দুর্গা পুজোয় বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গী হবে ছাতা কিংবা রেইন কোট, জানালো আবহাওয়া দপ্তর

IMD Agartala Weather
1 minute read

IMD Agartala Weather : রাত পোহালেই ষষ্ঠী। পুরোদমে শুরু হবে শারদীয়া দুর্গা পুজো। এই মুহূর্তে গোটা রাজ্য ব্যাপি উৎসব এর আমেজ। তবে তাতে বৃষ্টির ছটা বাঁধা হয়ে দাঁড়াবে না তো ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

সেজে গুজে বাড়ি থেকে বেরুতেই না আবার বৃষ্টি স্নাত হয়ে কুচি ধরে ঘরে ফিরতে হয়, খেতে হয় কাঁদায় লুটোপুটি। এই সব প্রশ্ন যখন দর্শনার্থীদের মনে উঁকি ঝুঁকি মারছে তখনই আগরতলা আবহাওয়া বিভাগ তাদের আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবছরের দুর্গা পুজো হবে বৃষ্টি স্নাত। অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু করে প্রায় রোজ দিনই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে । নবমী থেকে তা বৃদ্ধি পাবার ও আশঙ্কা রয়েছে। তবে এখানেই কি শেষ ? না , এর ভেতরে ও রয়েছে বিষয় বিবরন।


মূলত, বর্তমানে সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিক। বর্ষাকাল এখনো চলছে উত্তর পূর্ব ভারতে। যা প্রায় অক্টোবর এর ১৫ তারিখ অব্দি চলবে। এবছর এর পুজোর তিথি গত বছরের তুলনায় অনেকটাই আগে। তাই বর্ষাকালেই মূলত এবার দেবীর আগমন হয়েছে বলা চলে। তাই বৃষ্টির প্রভাব কিছুটা থাকবেই। কিন্তু ততটা ও নয়।

সাধারণত , রাজ্যের ৮ টি জেলাতেই অল্প স্বল্প বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়ে বৃষ্টির তেমন দেখা না মিললেও বিকেলের পর থেকে ভোর রাত অব্দি বৃষ্টি হবার সম্ভাবনা আছে। বজ্র বিদ্যুৎ সমেত হাল্কা থেকে মাঝারি হতে পারে বৃষ্টির পরিমাণ। তবে পূর্বাভাস অনুযায়ী এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে আগরতলা মেটেরোলজিক্যাল দপ্তর এর অধিকর্তা ডঃ পার্থ রায় আরও জানিয়েছেন , যে বৃষ্টি কালে যেহেতু দুর্গা পুজো হচ্ছে সে কারণে কিছুটা বৃষ্টির ছাপ থাকবেই। এছাড়া অন্য কোনো আশংকার কারণ আপাতত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠতে পারে, তবে তা এখন নয়। বরং পুজোর অনেকটা পরেই। সুতরাং এই নিয়ে চিন্তার কারণ নেই। তাছাড়া রোজই দিনের যেকোনো একটা সময়ে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি পাত হচ্ছে। যা পুজোর সময়ে ও বহাল থাকতে পারে। এমনটাই আপাতত জানানো হয়েছে।

এছাড়া পুজোর দিন গুলোতে বরাবরই আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপডেট দেওয়া হবে। সেদিকেই সর্ব সাধারণ কে নজর রাখার ও আহ্বান জানিয়েছেন তিনি।

তবে বলতেই হয়, যে এবারের পুজো তে কিন্তু আপনাদের সঙ্গী একটা ছাতা হতেই পারে। যখন তখন বৃষ্টি পাত যে হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বাকি সব মিলিয়ে দুর্গা পুজো সবার ভালো এবং আনন্দ মুখর কাটবে, এটাই প্রত্যাশিত।

For All Latest Updates

ভিডিও