খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 28 January 2026 - 12:21 AM
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ণ

IGM Hospital News : আইজিএম হাসপাতালে মহিলা সুপারভাইজারের ওপর হামলার প্রতিবাদে সাফাই কর্মীদের বিক্ষোভ

IGM Hospital News
1 minute read

IGM Hospital News : গতকাল আইজিএম হাসপাতালে এক বেসরকারি সংস্থার পুরুষ সুপারভাইজারের হাতে এক নারী সুপারভাইজার আক্রান্ত হয়ে রক্তাক্ত হওয়ার ঘটনায় আজ হাসপাতাল জুড়ে উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতিবাদে সকালে সাফাই কর্মীরা অভিযুক্ত পুরুষ সুপারভাইজারকে ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

সাফাই কর্মীদের অভিযোগ, অভিযুক্ত সুপারভাইজার শুধু মারধরই নয়, নিয়মিতভাবে কর্মীদের বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করে আসছিলেন। বহুদিনের ক্ষোভ এই ঘটনার পর ফুঁসে উঠে বলে জানা গেছে। বিক্ষোভকারীরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার।

আইজিএম হাসপাতালে মহিলা সুপারভাইজারের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যে ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, তা দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষেরই বহিঃপ্রকাশ। সাফাই কর্মীদের দাবি ও অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কর্মপরিবেশ নিরাপদ ও সম্মানজনক না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও পুনরাবৃত্তি হতে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিত করা এবং হাসপাতালজুড়ে কর্মীদের আস্থা ফিরিয়ে আনা—এ মুহূর্তে প্রশাসনের জন্য সবচেয়ে জরুরি করণীয়।

For All Latest Updates

ভিডিও