খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 13 October 2025 - 09:00 PM
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ - ০৯:০০ অপরাহ্ণ

IGM Hospital News : হাসপাতালের অব্যাবস্থাপনা নিয়ে প্রতিবাদ জানানোর ফলে মিলল সাঁজা, অকারণে রোগীকে করা হল রেফার

IGM Hospital News
1 minute read

IGM Hospital News : আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে । অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় এক প্রবীণ রোগীর আত্মীয়কে শাস্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শাস্তি স্বরূপ ঐ পরিজনের ভর্তি করানো রোগীকে অকারনেই রেফার করে দেওয়া হয়েছে।

নিন্দনীয় এই ঘটনা একদিকে যেমন সমালোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে আতঙ্ক ও ছড়িয়েছে। হাসপাতালের কোনো ধরণের অবহেলা কিংবা ভুল নিয়ে এখন প্রতিবাদ ও করতে পারবেন না রোগী ও তার পরিজনেরা। উল্টে ভোগান্তিতে পড়তে হবে রোগী কে।

ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা যোগেন্দ্রনগরের অগ্রদূত ক্লাব এলাকার বাসিন্দা নিখিল ধর , উনার বয়স ৮২ বছর। গত শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন উনি। তাঁর ভাতিজা রঞ্জন ধর হাসপাতালে গিয়ে দেখতে পান, অক্সিজেন সিলিন্ডার গুলির অবস্থা অত্যন্ত বেহাল। অপরিশোধিত অক্সিজেন দেওয়া হচ্ছিলো রোগীদের।

এই নিয়ে রঞ্জন বাবু প্রতিবাদ করেন। যদিও নিখিল বাবুর অক্সিজেন সিলিন্ডার এর প্রয়োজন পড়েনি। কিন্তু যাদের কে এই অক্সিজেন দেওয়া হচ্ছিলো তিনি লক্ষ্য করেন যে সেই অক্সিজেন এর সিলিন্ডার গুলো ছিল জীর্ণ অবস্থায়। এছাড়া উনার অভিযোগ তাতে অপরিশোধিত অক্সিজেন ছিল। এই নিয়ে প্রতিবাদ করাতেই তড়িঘড়ি উনার জ্যাঠু অর্থাৎ নিখিল বাবু কে রেফার করে দেওয়া হয় জিবিপি হাসপাতালে।

তিনি বিগত শনিবারে আইজিএম এ ভর্তি হবার পর উনার শারীরিক অবস্থা অনেকটাই উন্নত হয়। সুতরাং উনাকে জিবি তে রেফার করার কোনো কারণই ছিল না। ওদিকে বহু সিরিয়াস অবস্থায় রোগীরা আইজিএম এ পরে আছেন । তাদের কে রেফার দেওয়া হয়না। কিন্তু এই সামান্য ভুল এর প্রতিবাদ করায় নিখিল বাবু কে ও তার পরিবার কে হেনস্থা করার জন্যে রেফার দেওয়া হল। এমনটাই ক্ষোভ উগড়ে দিয়ে বলেন রঞ্জন বাবু।

হাসপাতালে মানুষ পরিষেবা নিতে গিয়ে যদি এধরণের ব্যবহারের শিকার হন তবে স্বভাবতই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে তাদের ভরসা উড়ে যাবে।
এই নিয়ে দ্রুত ব্যবস্থা নিক স্বাস্থ্য দপ্তর এমনটাই দাবী উঠছে।

For All Latest Updates

ভিডিও