খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:17 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:১৭ অপরাহ্ণ

Height Bar Installation : নদীর বাঁধ রক্ষা করতে বসানো হচ্ছে হাইট বার, বড় যানবাহনের যাতায়াত বন্ধ

Height Bar Installation
1 minute read

Height Bar Installation : শহরের নদীর পাড় রক্ষার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাঁধের উপর হাইট বার বসানোর কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বড় এবং ভারী যানবাহন নদীর পাড় অক্ষত রাখার জন্য প্রবেশ করতে পারবে না। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হাইট বার বসানোর মূল উদ্দেশ্য হল বাঁধের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং নদীর পাড়ের ক্ষয় রোধ করা।

ইন্দ্রনগর এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যায় হাইট বার বসানোর কাজ দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু লোড ওভারটোন ট্রাক এবং ভারী গাড়ি বাঁধ অতিক্রম করছিল, যা বাঁধের স্থায়িত্বের জন্য হুমকি সৃষ্টি করছিল। “বাঁধ তো ভেঙে গেলে, বড় ধরনের সমস্যা হবে। এই হাইট বার বসানো হয়েছে যাতে বড় গাড়ি যেতে না পারে। সরকারও এটা অনুমোদন দিয়েছে,” বলেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, হাইট বার বসানোর পরে সাধারণ গাড়ি এবং ছোট যানবাহন চলাচলে কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র ভারী ট্রাক এবং লোড গাড়িগুলি বাঁধ অতিক্রম করতে পারবে না। প্রশাসন আরও জানিয়েছে, নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদীর পাড়কে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখা হবে।

শহরের বিভিন্ন বাঁধে এই উদ্যোগ আগামী কয়েক সপ্তাহে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে নদীর পাড় রক্ষা কার্যক্রম সফল হবে বলে আশা করা হচ্ছে।

For All Latest Updates

ভিডিও