Har Ghar Tiranga 2025 : স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপনকে সামনে রেখে গোটা দেশে যেমন দেশপ্রেমের আবহ বইছে, তেমনি ত্রিপুরাতেও শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এ বছরও পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে সোমবার ৬ আগরতলা ১১ নম্বর ওয়ার্ডে বাড়ি-বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করলেন বিজেপি নেতৃত্ব।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কর্পোরেটর হীরালাল দেবনাথ ও বিজেপির প্রদেশ সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের কর্মী-নেতারা। তারা প্রতিটি বাড়ির বাসিন্দার হাতে তুলে দেন তেরঙা, আহ্বান জানান ১৫ আগস্ট সকালেই পতাকা উত্তোলনের জন্য।
পাপিয়া দত্ত বলেন, “২০২২ সালে প্রধানমন্ত্রী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি শুরু করেছিলেন দেশের প্রতি এবং জাতীয় পতাকার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে। এই প্রথা আজ এক জনআন্দোলনে পরিণত হয়েছে। বিশেষ করে এ বছর অপারেশন সিঁদুরের সাফল্য আমাদের জন্য গর্বের, তাই এর গুরুত্ব আরও বেড়েছে।”
কর্মসূচির লক্ষ্য শুধু জাতীয় পতাকা উত্তোলন নয়, বরং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের স্মরণ, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল পর্যন্ত এই পতাকা বিতরণ অভিযান চলবে, যাতে প্রতিটি বাড়ি তেরঙায় সজ্জিত হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে গত কয়েক বছর ধরে সারা দেশে কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় গৌরবের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরার বার্তা দিচ্ছেন নেতারা।
৬ আগরতলার রাস্তাঘাটে এখন থেকেই দেখা যাচ্ছে দেশপ্রেমের রঙে রাঙানো চিত্র। আগামী ১৫ আগস্ট সেই আবহ আরও তুঙ্গে পৌঁছাবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব।