Gopal Chandra Roy : বনমালীপুরের ২৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নেমে পড়লেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। বৃহস্পতিবার তিনি দলীয় কর্মীদের নিয়ে এলাকা ঘুরে ঘরে ঘরে লিফলেট বিলি করেন এবং রাজ্য সরকারের নানান জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
বিধায়ক অভিযোগ করেন, রাজ্য সরকার স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের উপর অযথা বোঝা চাপাচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিলের লাগামহীন বৃদ্ধি, পানীয় জলের উপর কর আরোপ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম জনজীবন দুর্বিষহ করে তুলেছে।
তিনি আরও জানান, কংগ্রেস মানুষের পাশে আছে এবং থাকবেই। সাধারণ মানুষের সমস্যাগুলি তুলে ধরতেই এই লিফলেট বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, অবিলম্বে এই সমস্যাগুলির সমাধান করা হোক।
বনমালীপুর এলাকায় এদিন কংগ্রেস কর্মীদের তৎপরতা ও জনসংযোগমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বিধায়ক আশ্বাস দেন, মানুষের স্বার্থে তারা এই আন্দোলন জারি রাখবেন।