GMP Khowai News : বিজেপি মথার বুকে হাল্কা করে টন টন ব্যথা অনুভূত হতে শুরু করেছে। কারণ পাহাড়ে তাদের একটু একটু করে গড়ে তোলা তাসের ঘর এক ঝটকায় ভেঙ্গে গুড়িয়ে যেতে বসেছে। বিজেপি মথা কারোর কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আর এটাই তাদের উপর থেকে পাহাড়ের জনজাতি দের ভরসা হাড়িয়ে যাওয়ার অন্যতম কারণ।
মঞ্চে ময়দানে যতই গলা চিড়ে তারা বলুক , তারা জনজাতি দের সরকার। তারা জনজাতি দের জন্যে ভাবে। আসলেই তারা কাদের জন্যে ভাবে সেটা বুঝতে এখন আর বাকি নেই জনজাতি দের। তাই তাদের ভরসা আবারো ফিরে পাচ্ছে বামেরা। বাম সমর্থিত জিএমপি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে পাহাড়ে।
বুধবার GMPর ২৩ তম খোয়াই বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত হয়ে গেল । সন্মেলন থেকে ৫১ জনের নতুন কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হন বিশ্ব রঞ্জন দেব্বর্মা ও সম্পাদক সুবোধ দেব্বর্মা।
এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন GMP কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেব্বর্মা । সন্মেলনে উপস্থিত ছিলেন GMP কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অঘোর দেব্বর্মা সহ , কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেব্বর্মা।
এদিন মূলত খোয়াই এর জেলা পার্টি অফিসে সন্মেলন টি অনুষ্ঠিত হয়। আর তাতে খোয়াই এর ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকেরা স্বেচ্ছায় অংশ নেন। প্রায় ৩৫০ জন প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে আলোচনা করতে গিয়ে রাধাচরন দেববর্মা বিজেপি ও মথা জোট এর তীব্র সমালোচনা করেন। ততসঙ্গে আগামী দিনে সংগঠন কে মজবুত করে পাহাড়ে কিভাবে জনজাতি দের স্বার্থে সংগঠন কাজ করবে সেই নিয়ে রূপরেখা তৈরি করা হয়।



