খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

GBP Hospital News : জিবিপি হাসপাতালে ফের চুরি, ১৪ হাজার টাকা গেল মুহূর্তেই

GBP Hospital News
1 minute read

GBP Hospital News : রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল জিবিপিতে ফের ঘটল চুরির ঘটনা, যা আবারও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ সকালে অম্পি থেকে চিকিৎসা করাতে আসা প্রিয়াঙ্কা দাস নামে এক মহিলার ব্যাগ থেকে উধাও হয়ে যায় ১৪ হাজার টাকা এবং দুটি চাবি।

জানা গিয়েছে, এদিন সকালবেলা প্রিয়াঙ্কা দেবী জিবিপি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। প্রথমে তিনি টিকিট কাউন্টারের সামনে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন, তারপর ডাক্তারের কেবিনের দিকে রওনা হন। চিকিৎসার পর ব্যাগ খুলতেই তিনি লক্ষ্য করেন—ব্যাগের ভেতরে রাখা ছোটো পাউচটি, যেখানে টাকাগুলো ও চাবি রাখা ছিল, তা আর নেই।

ঘটনার পর দ্রুত হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানান প্রিয়াঙ্কা দেবী। কিন্তু তাদের তরফে সাহায্য তো দূরের কথা, জানানো হয় যে হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি নেই, তাই কিছু করারও সুযোগ নেই। পরে তিনি সরাসরি জিবি আউটপোস্টে গিয়ে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা দেবী। তার প্রশ্ন, “এই রাজ্যের এত বড় একটি রেফারেল হাসপাতালে যদি সিসিটিভি না থাকে, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?”

প্রসঙ্গত, জিবিপি হাসপাতালে চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার রোগী ও তাঁদের পরিজনের মূল্যবান সামগ্রী ও টাকা হারানোর খবর সামনে এসেছে। কিন্তু প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

জনগণের প্রশ্ন—যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই হাসপাতাল চত্বরে যাতায়াত করেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থার এত বড় ফাঁক কিভাবে মেনে নেওয়া যায়?

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে, সাধারণ মানুষের রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা হারানো শুধুমাত্র সময়ের অপেক্ষা— এমনই মনে করছেন বিশিষ্টজনেরা।

For All Latest Updates

ভিডিও