খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 18 November 2025 - 01:53 PM
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ - ০১:৫৩ অপরাহ্ণ

Extra Marital Affair News : দাম্পত্য কলহের জেরে পরকীয়ায় লিপ্ত হয়ে সন্তান সমেত পালালো গৃহবধূ

Extra Marital Affair News
1 minute read

Extra Marital Affair News : ৪ বছর আগে ভালোবেসে বিয়ে করে সেই ভালোবাসার মানুষ কে ধোঁকা দিয়ে পর পুরুষের হাত ধরে পালালো এক গৃহবধূ। সন্তান কে না পেয়ে হাহাকার করছে জন্ম দাতা পিতা। ঘটনায় এলাকা জুড়ে একদিকে নিন্দার ঝড়, অন্যদিকে পরিবারে শোকের আবহ।

পরকীয়া প্রেম যেখানে আজকাল এক ব্যামোর আকার ধারন করেছে, সেখানে এধরণের ঘটনা অনেকের কাছেই খুব স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু যারা এধরণের ঘটনার শিকার তারাই জানেন এই অসামাজিক কার্যকলাপ একজন মানুষের জীবন কতটা গভীর প্রভাব বিস্তার করে।

ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে এধরণের ভুঁড়ি ভুঁড়ি ঘটনা ঘটে চলেছে। এবার এই ঘটনা উঠে এসেছে দুর্গা বাড়ি এলাকা থেকে। জানা যায়, ঐ এলাকার এক যুবকের সাথে গান্ধী গ্রাম এর সাগরি দেবনাথ নট্টের প্রেম করে বিয়ে হয় বছর চারেক আগে। তার পর তাদের কোল আলো করে আসে একটি কন্যা সন্তান। সেই শিশু কন্যার বয়স এখন দের বছর চলে।

সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এরই মাঝে ঝামেলা পাকালো একটি মোবাইল ফোন। মোবাইল ফোনে খোয়াই লাল টিলা এলাকার এক যুবক যার নাম নয়ন দাস, তার সাথে প্রায়শই কথা হতো সাগরির। ধীরে ধীরে তা প্রেমের আকার ধারন করে। এই ঘটনার হদিশ মিলতেই সাগরির সাথে তার স্বামীর ঝামেলা শুরু হয়।

কিছুদিন পূর্বে ও দুজনের ঝগড়া দেখে সাগরির শাশুড়ি মা জানতে চান কি হয়েছে। কিন্তু তারা কেউই কিছু বলতে নারাজ। অতপর মোবাইল নিয়ে ঝামেলা হচ্ছে জানতে পেরে শাশুড়ি মা সাগরি কে বলেন “তোর মোবাইল খানা আমাকে দিয়ে দে’। তখন সাগরির জবাব আসে, “প্রয়োজনে তোমার বাড়ি ছেড়ে দেবো তবু মোবাইল দেবো না”।

এসব কিছু নিয়ে উত্তেজনা চলাকালীন, সাগরি তার বাপের বাড়ি তে আসবে বলে জানিয়ে স্বামীর বাড়ি থেকে মেয়ে কে নিয়ে বেড়িয়ে পরে। কিন্তু বাপের বাড়ি না গিয়ে সে কোথাও নিরুদ্দেশ হয়ে যায়। তার মোবাইল ফোন বন্ধ দেখায়। ওদিকে নয়ন এর ও নম্বরে ফোন করলে ফোন বন্ধ দেখায়। তারা বুঝতে পারেন যে দুজনে পালিয়ে গেছে।

এই নিয়ে পরবর্তী সময়ে এনসিসি থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হলেও পরিবারের বক্তব্য, সাগরি ফিরে আসলেও তারা তাকে গ্রহন করবেন না। যে মেয়ে পরিবারের মান সন্মান ডুবিয়ে দিয়ে পালিয়েছে, তাকে আর ঘরে তোলা হবে না। কিন্তু শিশু কন্যা টিকে ফিরিয়ে দিতে বলছেন তারা।

এদিকে পুলিশ প্রশাসন নিখোঁজ গৃহবধূ ও তার সন্তান কে খুঁজে দিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছেন আপাতত পরিবারের লোকজন।

For All Latest Updates

ভিডিও