খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 08:51 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৮:৫১ অপরাহ্ণ

EX Minister Manik Dey : মিথ্যে অজুহাতে বাম কর্মীদের ফাঁসিয়েছে , জেল খাটিয়েছে, এটাই বিজেপির দুর্বলতার প্রমাণ

EX Minister Manik Dey
1 minute read

EX Minister Manik Dey : তবে কি বিজেপি নিজেই নিজের দুর্বলতা জাহির করছে ? ত্রিপুরায় নিজেদের অস্তিত্ব নিয়ে কি সন্দিহান বিজেপি ? তাই বিরোধী দলের সভা মিছিল দেখে আতঙ্কিত তারা ?
প্রশ্ন গুলো জনমনে ঘুরপাক খেটে শুরু করেছে ইদানিং কালে। তার অন্যতম কারণ সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা। যার সাথে সরাসরি বিজেপির চক্রান্তের অভিযোগ তুলে ধরেছেন বিরোধী বাম শিবির।

উল্লেখ্য, ১০ই নভেম্বর ওরিয়েন্ট চৌমুহনী তে সিআইটিইউর রাজ্য সন্মেলন কে কেন্দ্র করে এক সুবিশাল জনসভার আয়োজন করা হয়। সেই সভায় রাজ্যের নানা প্রান্ত থেকে ছুটে আসেন শ্রমজীবী অংশের বামপন্থী সমর্থকেরা। দলে দলে মিছিল করে সমাবেশে যোগ দেন তারা। কিছু কিছু জায়গায় যান বাহন আঁটকে সমাবেশে তাদের পৌছাতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলেন কর্মীরা।

অবশেষে পায়ে হেটে রউনা হন। তার মধ্যেই কিছু কিছু লোক আগরতলা ফ্লাই ওভার দিয়ে পায়ে হেটে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতে সমাবেশের রাতে ও তার দু দিন বাদে মোট চার জন কে পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হয় এবং কোর্টে তাদের প্রেরন করা হয় ।

দীর্ঘ প্রায় ১ মাস এর লড়াই এর পর ৮ই ডিসেম্বর তারা জামিনে ছাড়া পান। এদিন রাতেই তাদের কে ফুল মাল্য দিয়ে বরণ করে আনেন বাম নেতৃত্বরা। আর এই গোটা ঘটনা নিয়ে “খবরে প্রতিবাদ” এর ক্যামেরায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিআইটিইউ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে।

এই গোটা ঘটনা সাজানো। যাদের কে গ্রেফতার করা হয়েছিল তারা আদতে কেউই ওভার ব্রিজ দিয়ে আসেন নি। প্রত্যেকেই অটো গাড়ি করে এসেছিলেন। তাদের কে আটক করার জন্যে এটা ছিল একটা অজুহাত মাত্র। তারা অপরাধী নন, তাই তারা জামিনে ছাড়া পেয়েছেন। মূল কথা হচ্ছে বিজেপি ভয় পেয়েছে। তাই বিরোধী দলীয় কর্মীদের জ্বেলে ঢুকিয়ে সকল কে ভীতি দেখাতে চাইছে তারা। এদিন এভাবেই আমাদের প্রতিনিধির ক্যামেরায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি সরকার কে কাঠগড়ায় দাড় করান মানিক দে।

উনি আরও বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকার চলছে। শ্রমিকেরা সংগঠিত হোক, সংগঠন করুক , আন্দোলন করুক এটা বিজেপি পছন্দ করে না। কারণ তারা ধনী দের সরকার। শ্রমজীবী দের জন্যে বিজেপি নয়। তারা সিটুর সমাবেশ দেখে আতঙ্কিত হয়েই এই ঘটনা ঘটিয়েছে।

রাজনীতির জবাব রাজনীতির ভাষাতেই দেওয়া উচিৎ। কিন্তু তা না করে বিজেপি প্রশাসনিক ক্ষমতা কে অপব্যবহার করে নির্দোষ ৪ জন কে গ্রেফতার করিয়ে দিয়েছে। তারা আজো বুঝতে পারলেন না কেন তাদের গ্রেফতার করা হয়। এমনকি গ্রেফতার ৪ জনের মধ্যে একজন সমাবেশে যান নি অব্দি সেদিন। তাকেও তুলে নিয়ে যায় পুলিশ। এর থেকেই বোঝা যায় এই সরকার কতটা প্রতি হিংসা পরায়ন হয়ে উঠেছে। আর সেই মনোভাব থেকেই তাদের কে গ্রেফতার করানো হয়েছে।

এটা করে শ্রমিক আন্দোলন কে, গণ আন্দোলন কে দমানো যাবে না। এভাবেই এদিন বিজেপি সরকার কে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।

For All Latest Updates

ভিডিও