Ekata Sangha Teliamura : সমাজের প্রতি দায় বদ্ধতা যারা পালন করে চলে তাদের জন্যে স্বাভাবিক ভাবেই সমাজের প্রতিটি স্তরের মানুষের হৃদয়ে একটি আলাদা স্থান সুনির্দিষ্ট থাকে। ঠিক একই ভাবে বহু মানুষের হৃদয় জুড়ে রয়েছে তেলিয়ামুড়ার একতা সংঘ।
আজ থেকে ৩ বছর পূর্বে ১৫ই জুলাই পথ চলা শুরু করেছিল সংঘ। আজ তিন বছর পূর্তি । আর এই মহতী দিন টিকে মহৎ ভাবে পালন করতে গিয়ে দুদিন ব্যাপি মহতী উদ্যোগ গ্রহন করেছেন সংঘের সদস্যরা।
তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বর্ষপূর্তি উপলক্ষে তেলিয়ামুড়ায় অনাথালয়ে অনাথ শিশুদের উদ্দেশ্যে সামান্য কিছু শিক্ষা সামগ্রী প্রদান করে বহু মানুষের প্রশংসা কুড়িয়ে নিলো একতা সংঘ। এদিন তেলিয়ামুড়ার ব্লক চৌমুহনী স্থিত একতা সংঘ তাদের প্রথম দিবসের কার্যক্রম সম্পন্ন করেছে।
তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার খোয়াই জেলার বাগান বাজার স্থিত একটি অনাথ আশ্রমে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংঘের সম্পাদক প্রসেনজিত সাহা সহ অন্যান্যরা।
এই কর্মসূচী সম্পর্কে বলতে গিয়ে একতা সংঘ ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ সাহা বলেন, সেবা ঐক্য ও প্রগতি’কে পাথেয় করে সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একতা সংঘ বদ্ধ পরিকর। আর সেই দিশাতেই কাজ করে চলেছে সংঘ।
তাছাড়া তিনি সমাজের সকল অংশের মানুষজনের কাছে সমাজের বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন।