DYFI TYF Blood Donation : আগরতলার মেলার মাঠসংলগ্ন ছাত্র যুব ভবনে রবিবার অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর যৌথ উদ্যোগে আয়োজন করা একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিক চেতনায় ভরপুর এই বিশেষ কর্মসূচিতে বিভিন্ন বয়সের রক্তদাতারা অংশগ্রহণ করেন। শিবির প্রাঙ্গণে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ ও অংশগ্রহণকারীদের ব্যস্ততা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত থেকে তিনি রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি আয়োজকদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রক্তদানের অপরিহার্যতা এবং মানবিক দায়িত্ব পালনের গুরুত্ব।
জিতেন্দ্র চৌধুরী বলেন, রক্তের কোনো বিকল্প নেই এবং রক্তের অভাবে বহু মুমূর্ষু রোগী অকালেই প্রাণ হারান। তাই প্রতিনিয়ত রক্তের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও উল্লেখ করেন, রাজ্যের বর্তমান সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন কারণে—রাজনৈতিক অশান্তি, সামাজিক বিবাদ, দুর্ঘটনা—প্রতিদিনই রক্তপাতের ঘটনা ঘটছে। এই বাস্তবতায় স্বেচ্ছায় রক্তদান সমাজকে সুস্থ পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি অভিযোগ করেন, সমাজের একটি শ্রেণি নিজেদের কায়েমি স্বার্থে যুবসমাজকে ভুল পথে ব্যবহার করছে, যার ফলে অন্যের ক্ষতি ও রক্তক্ষরণ বাড়ছে। এমন পরিস্থিতিতে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর মতো সংগঠনগুলির রক্তদান উদ্যোগ একটি ইতিবাচক বার্তা দেয় এবং তরুণদের মানবিক কাজে যুক্ত হতে অনুপ্রাণিত করে।
শিবিরে দলীয় বিভিন্ন কর্মী-সমর্থকসহ বহু সাধারণ নাগরিকও রক্তদান করেন। বিরোধী দলনেতার মতে, “আজ কতজন রক্তদান করলেন, তা সংখ্যাগতভাবে খুব বড় বিষয় নয়; বরং গুরুত্বপূর্ণ হলো এই উদ্যোগের মানবিক তাৎপর্য এবং সমাজে এর ইতিবাচক প্রভাব।” তিনি আগরতলা অঞ্চল কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে রক্তদাতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আয়োজকদের মতে, রক্তদান কেবল একটি সামাজিক দায়িত্বই নয়, বরং সমাজে মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য ও সহমর্মিতার প্রতীক। শিবিরে উপস্থিত সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তাঁরা নিয়মিতভাবে এমন কর্মসূচি গ্রহণ করবেন, যাতে রাজ্যে রক্তের ঘাটতি পূরণে সহায়তা করা যায়।
দিনশেষে আয়োজকদের সন্তুষ্টি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া এবং রক্তদাতাদের উচ্ছ্বাস আগামীর উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।



