Durga Puja Dashami : মা আসছেন, এই অনুভুতি টাই যেন সবচাইতে সেরা। কারণ মা এসে গেলেই তার চলে যাওয়ার দিনগুলো ও যেন চোখের পলক ফেলতে না ফেলতেই চলে আসে। ঠিক প্রতিবার এর মতোই এবারেও দেখতে দেখতে চলে এলো দশমী। আর মায়ের বিদায় লগনে সজল নয়নে মা কে বিদায় জানাতে তৈরি হচ্ছেন মর্ত বাসী।
আজ ২রা অক্টোবর। তিথি অনুযায়ী আজ দশমী। দেবী দশভুজার গমন কাল। সেজন্যে নিয়ম নীতি কে মান্যতা দিয়ে আজকেই বহু পুজো প্যান্ডেল এর দেবী প্রতিমা কে নিরঞ্জন করা হচ্ছে। তবে বৃহস্পতিবার হবার কারণে আবার অনেকেই আজ প্রতিমা নিরঞ্জন করছেন না।
আগরতলা শহরে বিগত কয়েক বছর ধরে কার্নিভ্যাল এর মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করে আসছে রাজ্য সরকার। যাতে অংশ নিচ্ছে রাজধানীর বনেদী ক্লাব গুলো। আগামী ৪ঠা অক্টোবর হতে চলেছে কার্নিভ্যাল। তবে এছাড়া যে সমস্ত ছোট খাটো ক্লাব কিংবা বাড়ি ঘরের পুজো গুলো রয়েছে সেগুলো আজ বটতলা স্থিত দশমী ঘাটে নিরঞ্জন করানো হচ্ছে।
সকালে দশমী পুজো শেষে, মাকে বরণ করতে বিভিন্ন পুজো প্যান্ডেল ও মন্দির প্রাঙ্গনে মহিলা দের ভিড় চোখে পরে। পুরুষেরা ও অনেকেই ছিলেন। তাছাড়া দশমী তিথিতে মহিলাদের সিঁদুর খেলার রীতি চলে আসছে বহুকাল যাবত। সেই অনুযায়ী আজ মহিলারা একে অপর কে সিঁদুর পরিয়ে তাদের সিঁথির সিঁদুর যাতে অক্ষত থাকে সেই প্রার্থনা করেন।
অবশেষে মন্দির ও মণ্ডপ থেকে মায়ের প্রতিমা নিয়ে দশমী ঘাটের উদ্দেশ্যে রউনা হন পুজো আয়োজকেরা। সেখানে গিয়ে মাকে শেষ বারের মতো প্রনাম জানিয়ে বিদায় দেন ভক্তেরা। আর সকলে মিলে আবারো সুরে সুর মিলিয়ে বলে উঠেন, আসছে বছর আবার হবে।
আবারো সেই একটা গোটা বছরের অপেক্ষা। বিগত দিন গুলোর তুলনায় , এবছর যেন একটু তাড়াতাড়িই চলে গেলেন না। মর্তে বসে বিষাদে ভরা ভক্ত দের মনে এমনই চলছে উথাল পাথাল। তবে শারদোৎসব এর শেষ লগ্নে দাঁড়িয়ে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সকলকে ভালো রাখেন। সবার মনস্কামনা যেন পূর্ণ করেন।