Durga Prasanna Death case
রাজ্যের বনেদী ক্লাব ভারত রত্নের সম্পাদক দুর্গা প্রসন্ন উরফে ভিক্কির হত্যাকাণ্ডের মোড় কোনদিকে ঘুরছে সেই নিয়ে আশংকায় তাঁর পরিবার। দীর্ঘ ১০ দিন পেড়িয়ে গেলেও প্রকৃত দোষীদের ধরতে ব্যর্থ পুলিশ। তবুও আস্থা হারাননি উনার স্ত্রী ও পরিজনেরা। আসল দোষীরা শাস্তি পাবে বলেই দিন গুনছেন তারা