Dumboor Mandir Ghat Road : ত্রিপুরার অন্যতম পর্যটন স্থল ডম্বুর গামী সড়ক পথ হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। বৃষ্টিপাতের ফলে সড়ক লাগোয়া পাহাড় থেকে ধ্বস নেমে রাস্তায় জমেছে পাথর , মাটি , কাঁদা। এক মাস যাবত এই সমস্যা, নিত্য দিনের ভোগান্তি যাত্রী ও যান চালকদের। সমস্যা সমাধানের নাম নিচ্ছেন না সংশ্লিষ্ট দপ্তর। এবার এমনই অভিযোগ করেছেন যান চালক থেকে শুরু করে পথ যাত্রীরা।
ডম্বুর গামী একমাত্র সড়ক পথে ধ্বস নেমে রাস্তার বেহাল দশা। বিগত প্রায় এক মাস যাবত তীর্থমুখ এর মন্দির ঘাট এলাকার মূল রাস্তাটি বেহাল অবস্থায় বলে অভিযোগ নিত্য চলাচল কারী যানবাহন চালক দের। উল্লেখ্য, প্রবল বৃষ্টি পাতের ফলে ধ্বস নেমে রাস্তার উপর বেশ কিছুটা অংশে পাথর ও মাটি জমে থাকায় রাস্তা দিয়ে চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে পড়েছে ।
যান বাহন থেকে শুরু করে পথচারী সকলেই ব্যাপক সমস্যার সম্মুখীন। তাছাড়া ডম্বুর একটি অন্যতম পর্যটন স্থল। যেখানে নিত্যদিনই বহু পর্যটকের আনাগোনা। এই অবস্থায় সামান্য একটু রাস্তার বেহাল দশার কারণে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে তা নিয়েও উদ্বেগ বাড়ছে। পর্যটকেরা ও এই রাস্তা ধরে যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। যা এক প্রকার তাদের পর্যটন স্পৃহা কে প্রভাবিত করছে।
তাছারাও এই রাস্তা ধরে নিত্যদিন যে যানবাহন ও যাত্রীরা যাতায়াত করেন তারাও বিগত এক মাস যাবত তিতিবিরক্ত হয়ে পড়েছেন। কিন্তু কাজ হচ্ছে না। এদিকে পাহাড় ভেঙ্গে বৃষ্টির জল নিস্কাসনের ব্যবস্থা ও আঁটকে গেছে। যার ফলে রাস্তা টি সম্পূর্ণ ভাবে কর্দমাক্ত হয়ে পড়েছে। এর দ্রুত সংস্কার এর দাবী জানাচ্ছেন নিত্য যাতায়াত কারী পথচারী সহ যান চালকেরা।
বিশেষ করে যেহেতু এটি একটি পর্যটন স্থল অভিমুখী সড়ক তাই রাজ্যের পর্যটন মন্ত্রীর উদ্দেশ্যে ও এই রাস্তা টি অতি দ্রুততার সাথে সংস্কার করে দেবার জন্যে আর্জি জানাচ্ছেন যাতায়াত কারীরা।