খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:50 AM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:৫০ পূর্বাহ্ণ

DR. Manik Saha : বিজেপির দেখাদেখি কংগ্রেস ও করে, কংগ্রেস কে নিয়ে কটাক্ষের সুর মুখ্যমন্ত্রীর গলায়

DR. Manik Saha
1 minute read

DR. Manik Saha : প্রধানমন্ত্রী জনজাতি দের অসীম সন্মান দিয়েছেন। ২০২১ সালে তিনি বিরসা মুন্ডার জন্মদিবস কে জনজাতিয় গৌরব দিবস হিসেবে নামাংকিত করেছেন। তার আগে অব্দি বিরসা মুন্ডা কে তার প্রাপ্য সন্মান দেওয়া হয়নি। সম্পূর্ণ কৃতিত্ব টাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের। তাই আজকাল কংগ্রেস ও বিজেপির দেখাদেখি বিরসা মুন্দার জন্ম দিবস পালন করছে।

রবিবার কংগ্রেস কে নিশানা দেগে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বড়মুড়া পুলিন পুর এডিসি ভিলেজে এদিন ছিল এক যোগদান সভা। আসন্ন এডিসি নির্বাচন কে কেন্দ্র করে ইদানিং কালে পাহাড়ের ভোটার দের দলে টেনে নিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অন্যদিকে তিপ্রা মথা ও নিজের শক্তি দেখাতে পিছ পা হচ্ছে না। কিন্তু বিজেপি মথার বাহ্যিক দ্বন্ধ তাদের আভ্যন্তরীণ মিতালী কে যে আড়াল করতে পারছে এমনটা মোটেও না।

তাই ভোটার দের কে মাঝে মাঝেই সিপিআইএম কংগ্রেস এর প্রসঙ্গ টেনেও নিজেদের দিকে আকৃষ্ট করতে চাইছে উভয় দল। মুখ্যমন্ত্রী থেকে সাংসদ সকল কেই মঞ্চে ময়দানে এই প্রয়াস জারি রাখতে দেখা যাচ্ছে। যা এদিন ও বহাল ছিল।

এডিসি এলাকায় পূর্বে বাম ও কংগ্রেস সরকার যা কিছু করে উঠতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায় সেই সবই সম্ভব হয়েছে। এমনটাই দাবী মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার। বিভিন্ন স্কিম এর মধ্যে দিয়ে পাহাড়ের মানুষ জন দের সরকারি সুযোগ সুবিধা প্রদানে অভূতপূর্ব কাজ করেছে বিজেপি সরকার।আগামি দিনেও প্রতিটি বেনিফিশারির ঘরে ঘরে ঢুকে যাবে বিজেপি।

একজন জনজাতি মানুষ ও যাতে ডবল ইঞ্জিন সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না থাকে সেদিকেই নজর রাখছে মোদী সাহের সরকার। আর তাতে পায়ে পা মিলিয়ে কাজ করছে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরার বিজেপি সরকার।

এই সব কিছুর পাশপাশি, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সিপিআইএম কংগ্রেস কে নিয়ে কটাক্ষ করতে গিয়েই বিরসা মুন্ডার প্রসঙ্গ টেনে আনেন। ২০২১ সালে কেন্দ্র সরকার জনজাতি দের সন্মান জানিয়ে ১৫ই নভেম্বর দিনটিকে বিরসা মুন্দার জন্ম দিবস তথা জনজাতিয় গৌরব দিবস হিসেবে নামাঙ্কিত করেছেন।

মুখ্যমন্ত্রীর দাবী এর আগে কোনদিন দিনটি পালিত হয়নি। অন্যদিকে কংগ্রেস ও নাকি কোনদিন এই দিবস পালন করেনি। কেবল মাত্র বিজেপির প্রয়াসেই তা সম্ভব হয়েছে। তাই তারা বিজেপির দেখাদেখি এখন দিনটি পালন করছে।

অন্যদিকে জনজাতি দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সিপিআইএম এর একটাই হাতিয়ার ছিল, ভয় দেখানো। আজ আরও বহু দল একই হাতিয়ার ব্যবহার করতে চাইছে। কিন্তু কাজ হবে না। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ভারতীয় জনতা পার্টির সাথে। তিনি আশ্বস্ত করেন আগামী দিনে পাহাড়ে বিজেপির সরকারই গড়বে।

উল্লেখ্য, এদিনের যোগদান সভায় ৪৯৫ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলের পতাকা হাতে তুলে নিয়েছেন।

For All Latest Updates

ভিডিও