খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 12:02 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ১২:০২ পূর্বাহ্ণ

Dharmanagar News : ধর্মনগরের ভি মার্টে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি নিয়ে তোলপাড়ে প্রশাসনের হঠাৎ অভিযান

Dharmanagar News
1 minute read

Dharmanagar News : ধর্মনগরের এক স্থানীয় ক্রেতার অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগে বলা হয়েছিল—শহরের জনপ্রিয় বিপণি ভি–মার্টে নাকি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। পোস্টটি মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভোক্তা নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় শুক্রবার সকালে এসডিএম অফিসের নেতৃত্বে একটি বিশেষ পরিদর্শনকারী দল ভি–মার্টে প্রবেশ করে। এ দলে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সেলস ট্যাক্স বিভাগ, ফুড সেফটি অফিস, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, লিগ্যাল মেট্রোলজি বিভাগ এবং এসডিএম অফিসের ফুড সেকশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকারী দল দোকানের বিভিন্ন সেকশন ঘুরে দেখে খাদ্যপণ্যের মেয়াদ, সংরক্ষণ প্রক্রিয়া, লেবেলিং , এবং মান যাচাই করে। এ সময় ফুড সেফটি অফিসারের নজরে আসে কয়েকটি মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত সামগ্রী। এগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া তীব্র হয়। বহু নাগরিক ক্ষোভ প্রকাশ করে জানান—বড় বড় বিপণিতে নিয়মিত তদারকির অভাব থাকায় এ ধরনের ঘটনা বাড়ছে। কেউ কেউ মন্তব্য করেন, “ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

প্রশাসন অবশ্য দ্রুতই স্পষ্ট বার্তা দেয়—কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কর্মকর্তারা জানান, নজরদারি আরও বাড়ানো হবে এবং ভোক্তাদের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শুধু ভি–মার্টেই নয়, একই দিন শহরের বিশাল মেগা স্মার্ট, স্মার্ট পয়েন্ট, নয়াপাড়া বাজার এবং আরও কয়েকটি বড় দোকানে আকস্মিক অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানে বিলিং পদ্ধতি, নির্ধারিত এমআরপি মানা হচ্ছে কি না, স্টক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষিত কি না, ওজন মেশিন সঠিকভাবে ক্যালিব্রেটেড কি না—সবই খতিয়ে দেখা হয়। পাশাপাশি পরিবেশগত মানদণ্ড ও খাদ্য সুরক্ষা নীতিমালা অনুসরণ করা হচ্ছে কি না, তাও যাচাই করা হয়।

অভিযানের পর স্থানীয়রা জানান, শুধু বড় বিপণিগুলো নয়, ছোট দোকান ও বাজারগুলোতেও নিয়মিত মনিটরিং জরুরি। কারণ, ভোক্তা প্রতারণা ছোট-বড় সব জায়গাতেই দেখা যায়।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং শহরের বাজারব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভোক্তারা যেন নিরাপদ, মানসম্মত ও সঠিক পণ্য পান—অভিযানের মূল লক্ষ্য সেটাই।

For All Latest Updates

ভিডিও