Dharmanagar drug smuggling

রাজ্যের দ্বিতীয় শহর ধর্মনগরের অনেক ঐতিহ্য ও সংস্কৃতি ছিল,যা সম্প্রতি হারাতে বসেছে। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্যই ধর্মনগর শহরে চুরি,ডাকাতি,বিলেতি মদ,হেরোইন, ব্রাউন সুগার,যানজট ইত্যাদিতে নাজেহাল শহর বাসী।এবার নেশার কবলে যুবসমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে।আর কোটি কোটি টাকা ব্যয় করে সচেতনতা মূলক শিবির যাচ্ছে গোল্লায়।উল্লেখ্য,বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ ধর্মনগর অফিস টিলা সংলগ্ন উজ্জীবন ব্যাংকের সম্মুখে দুই বান্ধবী মিলে নেশায় আসক্ত হয়।তারপর মূল রাস্তার উপর আবোল তাবোল বকতে থাকে দুজনে। দুই যুবতীর এমন কান্ড দেখে পথ চলতি মানুষ জড়ো হতে থাকে।খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ততক্ষণে স্হানীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে,ছুটে আসে পুলিশও। পুলিশ দেখে দুজনের মধ্যে এক যুবতী সাদা রঙের স্কুটি নিয়ে গা ঢাকা দেয়।অপর যুবতী উঁচু গলায় সংবাদ কর্মীদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। বাধ্য হয়ে মহিলা পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয় নেশাগ্রস্ত ওই যুবতীকে।জানা গেছে, নেশাগ্রস্ত যুবতীর বাড়ি থানা রোডের ভৈরব সরণি এলাকায়।পরে পুলিশ ওই যুবতীকে ধর্মনগর মহিলা থানায় নিয়ে গেলে নেশার ঘোরে রাতভর থানাতেই তান্ডব চালায় বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে,ওই যুবতী ব্রাউন সুগার খেয়ে নেশাগ্রস্ত হয়।অবশেষে শুক্রবার ভোরে ধর্মনগর মহিলা থানার পুলিশ ওই যুবতীকে তার বাড়িতে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়।পাশাপাশি উল্লেখযোগ্য যে,এতদিন যাবত নেশার সম্রাজ্য বিস্তৃত ছিল শুধুমাত্র পুরুষদের মধ্যে কিন্তু এখন মহিলাদের মধ্যে নেশার সাম্রাজ্য বিস্তার লাভ করায় চিন্তায় পড়েছেন ধর্মনগরের সুচিন্তক মানুষ।তাতে করে ঐতিহ্যবাহী ধর্মনগর সংস্কৃতির শহরকে কালিমালিপ্ত করছে নেশাগ্রস্ত যুবক যুবতীরা।

Leave A Reply